
ছবি- দৈনিক জনকণ্ঠ
নোয়াখালীর সেনবাগে অসহায়, দরিদ্র এক পিতার কন্যার বিয়ের সকল আয়োজন করেছে সেনবাগের প্রবাসীদের মানবিক সংগঠন "সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থা"।
শুক্রবার সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার তত্ত্বাবধানে সেনবাগ পৌর শহরের অর্জুনতলা গ্রামের জনৈক অটোরিকশা চালকের কন্যার এ বিয়ের আয়োজন করা হয়। সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ও পরিচালক মহি উদ্দিন মহিনের উদ্যোগে বিয়ের যাবতীয় খরচ বহন করেন সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার পরিচালক জার্মান প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী নেছার উদ্দিন ভূঁইয়া, ওমান প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী নুর মোহাম্মদ সি আই পি, কাতার প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী মিজান উদ্দিন, ফ্রান্স প্রবাসী হান্নান, জার্মান প্রবাসী মোরশেদ চৌধুরী, প্রবাসী নিজাম উদ্দিন, প্রবাসী নাছির উদ্দিন, প্রবাসী হীরন, প্রবাসী মো: কামাল উদ্দিন, প্রবাসী মো: ফারুক।
সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার পরিচালক নূর হোসাইন সুমন, শহিদুল্লাহ মিন্টু,আবদুল মান্নান বাবলু, রফিকুল ইসলাম রবি, ওমর ফারুকের সার্বিক তত্ত্বাবধানে উক্ত বিয়ের যাবতীয় খরচ, বর, কনের কাপড়, সাজানী খাওয়ার আয়োজন করা হয় এবং প্রবাসী কল্যাণ সংস্থার পরিচালকদের উপস্থিতিতে মেহমানদের আপ্যায়ন সহ যাবতীয় কর্মকাণ্ড সম্পাদন করা হয়।
এ সময় কণের পিতা ও আত্মীয় স্বজন সকলে সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থা ও বিয়েতে সহযোগিতাকারী সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নোভা