ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব সংবাদদাতা, সরিষাবাড়ী, জামালপুর

প্রকাশিত: ২০:৫৩, ২৫ জুলাই ২০২৫

সরিষাবাড়ীতে  ইয়াবাসহ  মাদক ব্যবসায়ী আটক

ছবি: সংগৃহীত

জামালপুরের সরিষাবাড়ীতে ইয়াবাসহ এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ।
পুলিশসূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার আওনা ইউনিয়নের কাশিনাথপুর বাজার এলাকা মাদক বেচা কেনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ।

অভিযানে একজনকে মাদক সহ আটক করে পুলিশ।
আটককৃত ব্যাক্তি হলো কাশিনাথপুর গ্রামের মোঃ আব্দুল হালিম পালোয়ানের ছেলে মোঃ আসাদুজ্জামান অন্তর (৩২)।
এ সময় তার কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১৩ পিছ ইয়াবা উদ্ধার করা হয়।
অন্তর দীর্ঘদিন যাবৎ এলাকায় বিভিন্ন স্থানে বিক্রি করে আসছে বলেও জানা যায়।

এ বিষয়ে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ জসীম উদ্দীন জানান, আটককৃত আসামীকে মামলা দিয়ে কোর্টে প্রেরনের জন্য সরিষাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। 
 

শেখ ফরিদ

×