
ছবি: জনকণ্ঠ
চট্টগ্রামের চন্দনাইশ প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ারের মতবিনিময় সভা মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে অফিসার ইনচার্জের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন চন্দনাইশ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ কমরুদ্দিন, সাধারণ সম্পাদক খালেদ রায়হান, সহ-সভাপতি এম.এ মুবিন, সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম রুবেল, সহ-সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম মোস্তফা, দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম, অর্থ ও প্রচার সম্পাদক এসএম ওমর ফারুক, তথ্য ও প্রযুক্তি সম্পাদক হেলাল উদ্দিন নিরব, ক্রীড়া সম্পাদক জিয়া উদ্দিন, নির্বাহী সদস্য ওসমান চৌধুরী, মোজাম্মেল হক সুজন, অন্তু ধর প্রমুখ।
মতবিনিময়কালে চন্দনাইশ থানা এলাকার অপরাধ দমন ও আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন নবাগত অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার। অপরদিকে উপস্থিত সাংবাদিকবৃন্দ অপরাধ মূলক কার্যকলাপ বন্ধে পুলিশ প্রশাসনকে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এসময় তিনি আরো বলেন, "সাংবাদিকেরা হলেন জাতির দর্পণ। আমি যেহেতু মানুষ, সেহেতু মানবীয় ভুলত্রুটির ঊর্ধ্বে নই। আমার বিরুদ্ধে গঠনমূলক সমালোচনাকে সাদরে গ্রহণ করবো। যেসব ব্যক্তিরা থানায় সেবার জন্য আসবে, তারা সরাসরি আমার কাছে আসতে পারবে। এই থানায় কোন ধরনের দালাল প্রবেশ করতে পারবে না। সেবাপ্রার্থীদেরকে কোন মাধ্যম বা দালালের সহযোগিতা না নেয়ার অনুরোধ করছি।"
আবির