
মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে এক ব্যবসায়ীকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা ও পৌর বিএনপি। রোববার (১৩ জুলাই) বিকালে রায়গঞ্জ উপজেলা বিএনপির ধানগড়া দলীয় কার্যালয় থেকে পৌর এলাকায় এই কর্মসূচি পালিত হয়। বিক্ষোভকালে ‘২৪-এর হাতিয়ার রুখে দাও চাঁদাবাজি, সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও’ এমন স্লোগান দেন নেতাকর্মীরা। এছাড়া আরও স্লোগানে মুখরিত ছিল ওই এলাকা।
নেতারা বলেন, মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে এক ব্যবসায়ীকে হত্যা করেছে একটি সংঘবদ্ধ চক্র। এ ঘটনার সুষ্ঠু বিচার ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তারা। বক্তারা আরও বলেন, দেশে রাজনৈতিক অস্থিরতা ও সন্ত্রাসের পৃষ্ঠপোষকতায় সাধারণ মানুষের জীবন আজ হুমকির মুখে পড়েছে। এই পরিস্থিতির অবসানে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। নেতারা এ ধরনের নির্মম হত্যাকাণ্ডের বিরুদ্ধে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন।
এ সময় উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি শামছুল ইসলাম, সাবেক সিনিয়র সহ সভাপতি খায়রুল ইসলাম ভূঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক ভিপি আয়নুল হক, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, আব্দুল কুদ্দুস মন্ডল, রায়গঞ্জ পৌর বিএনপি'র সাবেক সভাপতি হাতেম আলী সুজন, উপজেলা যুবদলের সভাপতি আব্দুর রাজ্জাক রানা, সাধারণ সম্পাদক ওবাইদুল্লাহ খান প্যারিস, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোকাদ্দেস হোসেন সোহান, ছাত্রদলের আহবায়ক ইকবাল হোসাইন, সদস্য সচিব সাইফুল্লাহ সাঈদ ইবনে সজল, কৃষক দলের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক হাফিজুর রহমানসহ বিএনপি ও অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।
আঁখি