
চট্টগ্রামের মিরসরাইয়ে ইয়াবা পাচারকালে ৬ তৃতীয় লিঙ্গের মানুষকে (হিজড়া) গ্রেফতার করেছে মিরসরাই থানা পুলিশ। এসময় তাদের দেহ তল্লাশি করে অবৈধ মাদকদ্রব্য সাড়ে ১১ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
রবিবার (১৩ জুলাই) বিকাল সাড়ে ৪ টায় মিরসরাই পৌরসভার ডাকবাংলো এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্টের তল্লাশির মাধ্যমে তাদের আটক করা হয়। তবে তাৎক্ষণিক তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।
মিরসরাই থানা পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি শ্যামলী পরিবহনের বাসে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ৬ জন হিজড়া তড়িঘড়ি করে বাস থেকে নেমে যেতে চাইলে তাদের আটক করে তল্লাশি করা হয়। একে একে তল্লাশির মাধ্যমে তাদের কোমরের সাথে স্কচটেপ দিয়ে বাঁধা অবস্থা ৫জন থেকে ২ হাজার পিস করে মোট ১০ হাজার এবং অপরজন থেকে ১ হাজার ৫শ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান জানান, রবিবার গোপন সংবাদের ভিত্তিতে মিরসরাই পৌরসভার ডাকবাংলো এলাকায় চেকপোস্টের মাধ্যমে ঢাকাগামী একটি শ্যামলী পরিবহনের বাস থেকে ৬ জন তৃতীয় লিঙ্গের মানুষকে (হিজড়া) গ্রেফতার করা হয়। তাদের থেকে উদ্ধার করা হয় সাড়ে ১১ হাজার পিচ ইয়াবা। আটককৃতদের থানা হেফাজতে নেয়া হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।
Mily