
ছবি: দৈনিক জনকণ্ঠ
মানিকগঞ্জের সাটুরিয়ায় আওয়ামীলীগের সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল গ্রেপ্তার হয়েছে এমন সংবাদটি গুজব বলে জানিয়েছে পুলিশ। যাকে সাবেক অর্থমন্ত্রী বলা হয়েছে তিনি একজন গার্মেন্টস ব্যবসায়ী। তিনি তার কেয়ারটেকারের বাসায় বেড়াতে এসেছিলেন ব্রাহ্মণবাড়িয়া থেকে সাটুরিয়ার তারাবাড়িতে।
জানা গেছে, সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের তারাবাড়ি গ্রামের সৌদি প্রবাসী মো. জসিমের বাড়িতে গোলাম মুস্তফা কামাল নামে এক ব্যবসায়ী বেড়াতে আসে। তাকে সাবেক অর্থমন্ত্রী ভেবে বৃহস্পতিবার দুপুরে পুলিশকে খবর দেয় ওই গ্রামের স্থানীয় লোকজন। সাটুরিয়া থানা পুলিশ তাকে আটক করে যাচাই বাছাই করার জন্য মানিকগঞ্জ সদর থানায় নিয়ে যান। সেখানে তিনি একজন ব্যবসায়ী বলে পুলিশকে জানান।
এদিকে সাটুরিয়ায় আওয়ামলীগের সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল গ্রেপ্তার হওয়ার খবর ছড়িয়ে পড়লে সাটুরিয়া থানায় স্থানীয় সাংবাদিকরা জড়ো হয় সংবাদ সংগ্রহের জন্য থানার গেটে। কিন্তু পুলিশের পক্ষ থেকে সাবেক অর্থমন্ত্রীর গ্রেপ্তারের বিষয়টি গুজব বলে জানায়।
আটক হওয়া ব্যক্তি গোলাম মুস্তফা কামাল সাংবাদিকদের বলেন, আমি একজন গার্মেন্টস ব্যবসায়ী। আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া । আমি উপদেষ্টা আসিফ নজরুলের ৫ বছরের সিনিয়র। বিএনপির সাবেক শিক্ষামন্ত্রী এহসাননুল হক মিলনের ঘনিষ্ঠজন দাবি করেন। তিনি তার কেয়ারটেকারের বাড়িতে এসেছিলেন গ্রামের ভাজা মুড়িসহ অন্যান্য জিনিসপত্র নিতে।
এ বিষয়ে সাটুরিয়া থানার ওসি মো. শাহিনুল ইসলাম স্থানীয় সাংবাদিকদের বলেন,যাকে আটক করা হয়েছে তিনি সাবেক অর্থমন্ত্রী নন। তিনি নিজেকে গোলাম মুস্তফা দাবি করছেন। আমরা তার বিষয়ে যাচাই বাছাই করছি।
ফারুক