
ছবি: জনকণ্ঠ
২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে নীলফামারী জেলার দুটি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। একই সঙ্গে আরও পাঁচটি প্রতিষ্ঠানে অন্তত একটি বিভাগ থেকে কেউই উত্তীর্ণ হয়নি। এই ফলাফল জেলার শিক্ষাব্যবস্থার বেহাল অবস্থাকে আবারও সামনে নিয়ে এসেছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, জেলার জলঢাকা উপজেলার ভাবনচুর দাখিল মাদ্রাসা এবং ডিমলা উপজেলার শেখ ফজিলাতুনেছা মুজিব বালিকা উচ্চ বিদ্যালয়ে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। সংশ্লিষ্ট দুই প্রতিষ্ঠানে অংশগ্রহণকারী মোট পরীক্ষার্থীর সংখ্যা একটিতে তিনজন অপরটিতে চারজন শিক্ষার্থী ও তাদের ব্যর্থতার পেছনে কারণ খতিয়ে দেখা হচ্ছে।
একটি করে বিভাগে শূন্য পাস পাঁচ প্রতিষ্ঠানে এছাড়া জেলার পাঁচটি বিদ্যালয়ে একটি নির্দিষ্ট বিভাগ থেকে কোনো শিক্ষার্থী উত্তীর্ণ হয়নি। প্রতিষ্ঠানগুলো হলো, ছাতনাই কলোনি দ্বিমুখী উচ্চ বিদ্যালয় (ব্যবসায় শিক্ষা বিভাগ), ডিমলা উচ্চ বিদ্যালয় (ব্যবসায় শিক্ষা বিভাগ), ডোমার মাল্টিলেটারাল উচ্চ বিদ্যালয় (ব্যবসায় শিক্ষা বিভাগ), বালাপাড়া নিউ মডেল বালিকা উচ্চ বিদ্যালয় (বিজ্ঞান বিভাগ), কোয়ালিটি স্কুল অ্যান্ড কলেজ (মানবিক বিভাগ)।
শুধু ফলাফলের এই দুর্দশাই নয়, বরং এর পেছনে দীর্ঘদিনের অব্যবস্থাপনা, শিক্ষক সংকট ও শিক্ষা কার্যক্রমে গাফিলতির চিত্র ফুটে উঠেছে।
ফলাফল প্রকাশের পর থেকেই অভিভাবকদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। আবুল কালাম নামের এক অভিভাবক বলেন: “বছরের পর বছর ধরে শুধু পাশের হার কমছে। সরকার কড়াকড়ি না করলে এসব এলাকায় শিক্ষা বলতে কিছু থাকবে না।”
শিক্ষাবিদরা জানান, “বিভাগভিত্তিক এই দুর্বল ফল শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথ রুদ্ধ করতে পারে এবং সামগ্রিকভাবে জেলায় শিক্ষার গুণগত মানকে প্রশ্নবিদ্ধ করে।”
নীলফামারী জেলা শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান বলেন: “এই ফলাফলের বিষয়টি আমরা খুব গুরুত্বের সঙ্গে দেখছি। প্রতিটি প্রতিষ্ঠানের ফল বিশ্লেষণ করে চিহ্নিত সমস্যা সমাধানে পদক্ষেপ নেওয়া হবে।”
তিনি আরও বলেন, “যেখানে দুর্বলতা আছে, সেখানে দ্রুত সমাধানমূলক পদক্ষেপ নেওয়া হবে। শিক্ষার্থীদের ভবিষ্যৎ কোনোভাবেই অনিশ্চিত হতে দেওয়া যাবে না।”
সাব্বির