ঢাকা, বাংলাদেশ   রোববার ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

ভাঙ্গায় জমি নিয়ে সংঘর্ষে নারীসহ আহত ৫, আটক ১

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর

প্রকাশিত: ০০:৩৭, ৯ জুলাই ২০২৫

ভাঙ্গায় জমি নিয়ে সংঘর্ষে নারীসহ আহত ৫, আটক ১

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সুলিনা গ্রামে প্রবাসীর জমি দখলকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় কয়েকটি বাড়িঘরে ভাঙচুর চালানো হয়। আহতদের মধ্যে ৭৫ বছর বয়সী নুরজাহান বেগমের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার এবং জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বাচ্চু মাতুব্বর ও আশরাফ আলী মাতুব্বর গংদের সঙ্গে মিরান মাতুব্বর ও মুফতি শাহাদাত হোসেন শওকতের অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল।

সুলিনা গ্রামে প্রবাসী আশরাফ আলী মাতুব্বরের একটি জমিতে মহিলা মাদ্রাসার জন্য ঘর নির্মাণ করে ভাড়া দেওয়া হয়। শুরুতে উভয় পক্ষের সম্মতিতেই ভাড়াব্যবস্থা চালু ছিল। তবে কিছুদিন পর শওকত ও মিরান গং জমিটি নিজেদের মালিকানা দাবি করে ভাড়া প্রদান বন্ধ করে দেন। বিষয়টি নিয়ে বিরোধ তীব্র হলে আদালতে একটি মামলা দায়ের করা হয়।

মঙ্গলবার মামলার হাজিরা শেষে ফেরার পথে আশরাফ আলীর লোকজনের ওপর প্রতিপক্ষ হামলা চালায়। এ সময় হামলাকারীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হাবিব ও মিজানুরসহ কয়েকজনের বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালায়। এতে বৃদ্ধা নুরজাহান বেগম গুরুতর আহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত মিরান মাতুব্বরকে আটক করে।

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন জানান, সংঘর্ষের ঘটনায় একজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।

 

শেখ ফরিদ 

আরো পড়ুন  

×