
ছবি: সংগৃহীত
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, সম্প্রতি ঘটে যাওয়া মব হামলাগুলো বিচার বিভাগের প্রতি অনাস্থার বহিঃপ্রকাশ নয় বরং গত ১৭ বছরে জমে থাকা ক্ষোভ ও বেদনার বহিঃপ্রকাশ। তবে তিনি মনে করেন, এই ক্রোধ সমীচীন নয় এবং তা নিয়ন্ত্রণ করা প্রয়োজন।
শনিবার (৫ জুলাই) ‘জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়নে করণীয়’ শীর্ষক এক বিতর্ক অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্বে তিনি এসব কথা বলেন।
মব ন্যায়ের পথ নয় মন্তব্য করে তিনি বলেন, “এটা কোনো বিচারব্যবস্থার ব্যর্থতা নয়। এটা হচ্ছে দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভের প্রতিক্রিয়া। স্বজন হারানোর কষ্ট, সাড়ে ৪ হাজার গণতান্ত্রিক কর্মীর ক্রসফায়ারে নিহত হওয়া, ৭০০ জনের বেশি মানুষের গুম হয়ে যাওয়া, ৬০ লাখেরও বেশি মানুষকে মিথ্যা মামলায় জড়িয়ে আদালতের কাঠগড়ায় দাঁড় করানোর বিরুদ্ধে মানুষের ভেতরে যে ক্রোধ জমেছে— সেটাই এখন বিস্ফোরিত হচ্ছে।”
তিনি আরও বলেন, “এই ক্ষোভ আমরা কখনোই উৎসাহিত করি না। এটি অনাকাঙ্ক্ষিত এবং তা জুলাই চেতনার সঙ্গে সংগতিপূর্ণ নয়। তাই আমি অনুরোধ করব, সবাই নিজেদের সংবরণ করুন। ন্যায়বিচারের দাবি তুলুন আইনি পথে, যাতে বিচারপ্রার্থীরা ন্যায়বিচার পায় এবং অপরাধীরা আইন অনুযায়ী শাস্তি পায়।”
নুরুল হুদা হত্যার প্রসঙ্গে তিনি বলেন, “তাঁর যেভাবে মৃত্যু হয়েছে, সেটি কোনোভাবেই কাম্য নয়। এ ধরনের প্রতিশোধমূলক কর্মকাণ্ড আমাদের ন্যায়ের সংগ্রামকে দুর্বল করে দিতে পারে।”
তিনি সকলের প্রতি আহ্বান জানান, “জুলাই আন্দোলনের চেতনা ধারণ করে একটি গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে আইন ও বিচার ব্যবস্থার মধ্য দিয়েই প্রতিকার চাওয়া উচিত।”
আসিফ