ঢাকা, বাংলাদেশ   রোববার ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

সেই এক দফার মতোই ‘জুলাই সনদ’ ঘোষণা হবে: নাহিদ ইসলাম

প্রকাশিত: ১৯:৫৬, ৫ জুলাই ২০২৫

সেই এক দফার মতোই ‘জুলাই সনদ’ ঘোষণা হবে: নাহিদ ইসলাম

ছবি: সংগৃহীত

বিচার সংস্কার এবং নতুন সংবিধান ছাড়া গণতান্ত্রিক পরিবর্তন সম্ভব নয়”— এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। জয়পুরহাটে এক পথসভায় তিনি বলেন, “এই পথসভা ও পদযাত্রা কেবল জয়পুরহাটে নয়, সারা দেশব্যাপী চলবে। কারণ এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় প্রয়োজন ন্যায়বিচার ও সংস্কার।”

 

 

পথসভায় বক্তব্য দিতে গিয়ে নাহিদ ইসলাম বলেন, “আমরা জয়পুরহাটের মানুষের নানান সমস্যা শুনেছি। ইনশাআল্লাহ, জাতীয় নাগরিক পার্টির নেতৃত্ব আপনাদের পাশে থাকবে এবং এসব সমস্যার সমাধানে সক্রিয়ভাবে কাজ করবে।”

 

 

তিনি আরও যোগ করেন,“আপনারা চাঁদাবাজি, সন্ত্রাস এবং বৈষম্য মুক্ত এক জয়পুরহাট গড়ে তুলুন। আমরা সবসময় আপনাদের পাশে আছি।”

 

নাহিদ ইসলাম জানান, “গত বছর আগস্টে শহীদ মিনারে আমরা এক দফার ঘোষণা দিয়েছিলাম। এবারও সেই একই স্থানে আমরা ঘোষণা করব, বিচার সংস্কার, নতুন সংবিধান ও দেশ পুনর্গঠনের জাতীয় ইশতেহার।”

তিনি আশাবাদ ব্যক্ত করেন, এই ঘোষণার মধ্য দিয়েই দেশ এগিয়ে যাবে একটি গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক ভবিষ্যতের দিকে, যেখানে জয়পুরহাটসহ দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোর মুক্তি ও উন্নয়ন নিশ্চিত হবে।

 

বক্তৃতার শেষে এনসিপি আহ্বায়ক বলেন, “আজ বিদায় নিচ্ছি, তবে বন্ধুগণ, আমরা আবারও ফিরে আসব। জয়পুরহাটবাসীর এই ন্যায্য লড়াইকে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিয়ে যাব।”
 

ছামিয়া

×