
ছবি: সংগৃহীত।
উখিয়ার কিশোর মেহরাব হোসাইনের মরদেহ চারদিন পর উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে বঙ্গোপসাগরে তীর রেজুখাল মোহনায় মরদেহটি ভেসে আসলে তার লাশ উদ্ধার করা হয়।
উখিয়া থানা সূত্র জানায়, নাইক্ষ্যংছড়ির ফাত্রাঝিরি ঝরনায় ঘুরতে গিয়ে পাহাড়ি ঢলে নিখোঁজ হওয়া কিশোর মেহরাব হোসাইনের (১৮) মরদেহ চারদিন পর উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২০ জুন) বিকেল ৩ টার দিকে কক্সবাজারের উখিয়ার রেজুখাল মোহনায় মরদেহটি ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। তবে পুলিশ পৌঁছাতে দেরি হলে স্থানীয়রা মরদেহ শনাক্ত করে পরিবারের কাছে হস্তান্তর করেন।
নিহত মেহরাব কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের মরিচ্যা বাজার এলাকার মনজুর আলমের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১৭ জুন) বিকেলে ১৮ জন বন্ধু-বান্ধবসহ মেহরাব বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের ফাত্রাঝিরি ঝরনায় ঘুরতে যান। ফেরার পথে হঠাৎ পাহাড়ি ঢলে খালের পানি বেড়ে গিয়ে বাঁশের সাঁকো ভেঙে পড়ে। পার হওয়ার সময় মেহরাব পানির স্রোতে তলিয়ে যান এবং নিখোঁজ হন। নিখোঁজের পর পরিবার ও স্থানীয়রা লাগাতার চতুর্থ দিন পর্যন্ত খোঁজ চালিয়ে যান। অবশেষে শুক্রবার তার মরদেহ উদ্ধার হয়।
স্থানীয় ইউপি সদস্য মনজুর আলম বলেন, “নিহতের মরদেহ এলাকায় পৌঁছলে শোকের ছায়া নেমে আসে। কান্নায় আকাশ ভারি হয়ে ওঠে।” উখিয়া থানার ওসি মুহাম্মদ আরিফ হোসাইন বলেন, “মরদেহ উদ্ধার করে স্থানীয়রা বাড়িতে নিয়ে যান। পুলিশ গিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে।”
মিরাজ খান