ঢাকা, বাংলাদেশ   বুধবার ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২

কুড়িগ্রামে মৌসুমী ফলে ভরপুর বাজার: পেকেছে আম, কাঁঠাল ও লিচু

মোঃ শাহীন আলম, কন্ট্রিবিউটিং রিপোর্টার, কুড়িগ্রাম

প্রকাশিত: ০১:১৩, ১০ জুন ২০২৫

কুড়িগ্রামে মৌসুমী ফলে ভরপুর বাজার: পেকেছে আম, কাঁঠাল ও লিচু

কুড়িগ্রামে শুরু হয়েছে গ্রীষ্মকালীন মৌসুমী ফলের উৎসব। জেলার বিভিন্ন এলাকায় গাছে গাছে পেকেছে সুস্বাদু আম, কাঁঠাল, লিচু ও লটকন। ফলের গন্ধে ও রঙে মুখর হয়ে উঠেছে হাট-বাজার, চাষিদের মুখে হাসি আর ভোক্তাদের মধ্যে দেখা যাচ্ছে উপচে পড়া আগ্রহ।

জেলার নাগেশ্বরী, রাজারহাট, উলিপুর ও চিলমারীসহ বিভিন্ন উপজেলায় এবার ফলনের পরিমাণ ভালো হওয়ায় কৃষকেরা বেশ খুশি। তারা জানিয়েছেন, আবহাওয়া অনুকূলে থাকায় এবার ফলের গুনগত মানও ভালো হয়েছে

নানা জাতের আম এখন বাজারে উঠতে শুরু করেছে। আমচাষিরা বলছেন, বাগানে এবার আমের উৎপাদন সন্তোষজনক। বর্তমানে কুড়িগ্রামের বিভিন্ন হাটে আম বিক্রি হতে দেখা যাচ্ছে।

বাজারে আসতে শুরু করেছে দেশের জাতীয় ফল কাঁঠালও। সুগন্ধি ও মিষ্টি স্বাদের এসব কাঁঠাল আকারে বড় হওয়ায় চাহিদাও বেশ। 

লিচু এখন বাজারে সবচেয়ে আলোচিত ফল। মিষ্টি স্বাদের এই ফল কুড়িগ্রামে বেশ জনপ্রিয়। চাষিরা জানিয়েছেন, এবার লিচুর উৎপাদন ভালো হলেও কিছু এলাকায় ঝড়বৃষ্টির কারণে ক্ষতি হয়েছে। 

হলুদাভ ছোট আকৃতির লটকন শিশুদের কাছে প্রিয়। কুড়িগ্রামের কিছু এলাকায় সীমিত পরিসরে এই ফল চাষ হলেও বাজারে এর চাহিদা দিন দিন বাড়ছে। 

ফলের এই মৌসুমে জেলার অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। অপরদিকে, ভোক্তারাও দেশি ফল খেয়ে তৃপ্তি পাচ্ছেন। জেলার বাজারগুলোতে এখন যেন এক রঙিন ফলের উৎসব।

Jahan

×