
ছবিঃ দৈনিক জনকণ্ঠ
নরসিংদীর রায়পুরার শ্রীনগর ইউনিয়নে সন্ত্রাসীদের হামলায় এক শিশু গুরুতর আহত হওয়ার পর পুলিশ পুরো এলাকায় অভিযান চালিয়েছে।
সোমবার সকাল থেকে এ ঘটনায় বেলা জুড়ে চলে অভিযান। এতে আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, দুটি মোটরসাইকেল জব্দ করা হয়। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন রায়পুরা থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নরসিংদীর পুলিশ সুপার আব্দুল হান্নান-এর নির্দেশে তার নেতৃত্বে সিনিয়র সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল), রায়পুরা থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশ, ডিবি ও রায়পুরা থানা পুলিশের সমন্বয়ে সন্ত্রাসীদের বসতবাড়ি ও আশপাশের এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। তবে অভিযানের সময় সন্ত্রাসীরা ও তার দলবল এলাকা থেকে পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করা যায়নি।
এ অভিযানে দেশীয় অস্ত্র (টেটা-বল্লম), ৫টি চাপাতি, ৭টি ছুরি, লোহার পাইপ, ৮টি মোবাইল ফোন, রেজিস্ট্রেশনবিহীন ২টি মোটরসাইকেল, ১টি ল্যাপটপ, ডিভিআর ও টর্চলাইটসহ বিভিন্ন জিনিস উদ্ধার করা হয়েছে।
ঘটনাস্থলে এখনো পুলিশের নজরদারি অব্যাহত রয়েছে এবং বর্তমানে এলাকার পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
পৃথী