
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নে ১২ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে।
পাদ্রীশিবপুর ইউনিয়নের এর প্রাইমারি স্কুলের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীকে একাধিকবার ধর্ষণ চেষ্টা অভিযোগ উঠেছে পারশিবপুর গ্রামের মুদি দোকানদার ৬০ বছর বয়সের বৃদ্ধ খালে ফকিরের বিরুদ্ধে।
ভুক্তভোগী ওই শিক্ষার্থীর জানান, প্রাইমারি বিদ্যালয়ের সামনে খালেক ফকির একটি মুদি দোকান রয়েছে। স্কুলে থাকাকালীন সময় আমি ওই দোকানে কিছু কেনার জন্য আসলেই দোকানদার খালেক ফকির আমার দিক কুদৃষ্টি দিয়ে হাত ধরে টানাটানি করে দোকানের মধ্যে উঠিয়ে ধর্ষণ চেষ্টা করে। অনেক সময় স্কুল ছুটির পরে বাড়ি ফেরার পথে দোকানদার খালেক রাস্তা আটকে আমার হাত ধরে টানাটানি করে। এ বিষয়ে আমি আমার মায়ের কাছে বলেছি। দোকানদারকে মা একাধিকবার এই বিষয়টি বাড়াবাড়ি না করার অনুরোধ করে। এরপরও সে আমাকে একা দেখলেই বিভিন্ন রকমের কথাবার্তা বলে। বিষয়টি আমি বিদ্যালয়ের প্রধান শিক্ষককেও জানিয়েছি।
ভুক্তভোগী ওই শিক্ষার্থীর মা অভিযোগ করে জনকণ্ঠকে জানান, আমার ১২ বছরের মেয়ে প্রাথমিক বিদ্যালয় এর চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী। মেয়ে আমাকে কয়েকবার বলেছে দোকানদার খালেক ফকির বেশ কয়েকবার আমার মেয়ের হাত ধরে টানাটানি করেছে। বিষয়টি আমি প্রধান শিক্ষককেও জানিয়েছি। তবে এখন পর্যন্ত কোন সুফল পাইনি। আমার মেয়ে একা ওই বিদ্যালয়ে যায়। না জানি খালেক কখন আমার মেয়ের বড় ধরনের ক্ষতি করে ফেলে। বিষয়টি এলাকায় এখন জানাজানি হয়ে গেছে। আমি এই বিষয়টি নিয়ে দুশ্চিন্তায় রয়েছি। এখন আমি নিরুপায় হয়ে আইনের আশ্রয় নিব।
এই ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে দোকানদার খালেক ফকির আত্মগোপনে চলে যায়।
এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত ওসি সুরঞ্জিত বড়ুয়া জানান, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
রাজু