ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ৩০ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

শিল্পাচার্য জয়নুল আবেদিনের ৪৯তম মৃত্যুবার্ষিকী পালন

শাহ জালাল, সোনারগাঁও সংবাদদাতা, নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:০১, ২৮ মে ২০২৫

শিল্পাচার্য জয়নুল আবেদিনের ৪৯তম মৃত্যুবার্ষিকী পালন

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী শিল্পাচার্য জয়নুল আবেদিনের ৪৯তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।

বুধবার (২৮ মে) বিকেলে সোনারগাঁয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন চত্বরে শিল্পাচার্যের আবক্ষ ভাস্কর্যে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির সূচনা হয়। পরে ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল।আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের উপ-পরিচালক একে এম আজাদ সরকার।

আলোচনায় উপস্থিত ছিলেন লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের রেজিস্ট্রেশন কর্মকর্তা একে এম মুজাম্মিল হক মাসুদ, নিরাপত্তা কর্মকর্তা সাখাওয়াত হোসেন, উপ-সহকারী প্রকৌশলী হানিফ আহমেদ, গাইড লেকচারার মো. মনিরুজ্জামান, উচ্চমান সহকারী মিজানুর রহমান, তত্ত্বাবধায়ক আশরাফুল আলম নয়ন, হিসাবরক্ষণ কর্মকর্তা আব্দুর রহিম সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

বক্তারা বলেন, “শিল্পাচার্য জয়নুল আবেদিন আধুনিক চিত্রকলার অন্যতম পথিকৃৎ। তাঁর শিল্পচর্চায় ফুটে উঠেছে প্রকৃতি, গ্রামীণ জীবন, ও মানুষের সংগ্রামের বাস্তবতা। দুর্ভিক্ষের চিত্রমালায় তিনি বাংলার মানুষের বেদনা ও সংগ্রামকে বিশ্বদৃষ্টির সামনে উপস্থাপন করেছেন। তিনি শুধু একজন শিল্পী নন, জনমানুষের প্রতিনিধি।”

আলোচনা শেষে শিল্পাচার্য জয়নুল আবেদিনের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

রাজু

×