ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

দোহারে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেফতার 

বিপ্লব ঘোষ, দোহার-নবাবগঞ্জ (ঢাকা)

প্রকাশিত: ২১:৫৪, ২৭ মে ২০২৫

দোহারে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেফতার 

ঢাকার দোহার উপজেলা পুলিশি অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। 

সোমবার রাত থেকে মঙ্গলবার (২৭ মে) সকাল পর্যন্ত অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও বিলাশপুর ইউনিয়নের দেবীনগর গ্রামের মৃত ক্বারী ওমর আলীর ছেলে ক্বারী আব্দুস শুকুর (৬৪), উপজেলা মুক্তিযোদ্ধা সৈনিক লীগের সভাপতি ও নয়াবাড়ি ইউনিয়নের পশ্চিম ধোয়াইর গ্রামের মৃত ওমর আলী পত্তনদারের ছেলে আলী মো. আলমাস উদ্দিন পত্তনদার (৭০), ঢাকা জেলার দক্ষিণ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আব্দুল মান্নান (৪০), ছাত্রলীগ কর্মী ফাহাদ কবির রিংকু (৩৪)।

মঙ্গলবার (২৭ মে) সন্ধ্যায় তথ্য নিশ্চিত করে দোহার থানার ওসি মো. রেজাউল করিম জানান, আসামীদের বিরুদ্ধে গত বছর ২৫ আগষ্ট দোহার থানায় রজু হওয়া বিস্ফোরক উপাদান আইনের মামলার আসামী। আসামীদের মঙ্গলবার দুপুরে ঢাকার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। 
 

 

রাজু

×