
ছবিঃ জনকণ্ঠ
গোপালগঞ্জ জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির ৭ সদস্যবিশিষ্ট নতুন আহবায়ক কমিটি গঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃক অনুমোদিত সমিতির নিজস্ব কার্যালয়ে জেলার অধিকাংশ বাস ও মিনিবাস মালিকদের উপস্থিতিতে এক গুরুত্বপূর্ণ সভায় ২০২৩-২০২৫ মেয়াদের কার্যকরী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল সদস্যগণ নতুন এ আহবায়ক ও নির্বাচন পরিচালনা কমিটির নিকট তাদের দায়িত্ব হস্তান্তর করেন।
এর আগে গত ২২ এপ্রিল অনুষ্ঠিত সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২০২৫- ২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য এ আহবায়ক কমিটি দায়িত্বপ্রাপ্ত হয়। আগামী ৬০ দিনের মধ্যে অর্থাৎ ২৫ জুলাই এর মধ্যে তাদের নির্বাচন শেষ করার বাধ্যবাধকতা রয়েছে।
কমিটির কাজের স্বচ্ছতা রক্ষার্থে সভায় আরও সিদ্ধান্ত গৃহীত হয়, আহ্বায়ক কমিটি কোনও অবস্থাতেই ভোটার তালিকায় কোনো পরিবর্তন বা পরিবর্ধন করতে পারবে না। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত না হলে, পূর্বের বৈধ কমিটি স্বয়ংক্রিয়ভাবে দায়িত্বে ফিরে আসবে।
মোঃ ইমদাদুল হক’কে আহবায়ক করে নবগঠিত আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন, হেমায়েত উদ্দিন খান, মোঃ ওহিদুজ্জামান চুন্নু শেখ, সজীব সরোয়ার, মোঃ রেজাউল করিম বিশ্বাস, মোঃ জামাল হোসেন মিয়া ও মোঃ টিপু সুলতান মোল্লা।
অন্যান্যবারের মতো এবারও জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতেই অনুষ্ঠিত হবে বলে সবাই মত প্রকাশ করেছেন। তারা মনে করেন, সময়মত নির্বাচন হলে মালিকদের মধ্যে আস্থা বৃদ্ধি পায় এবং সার্বিক পরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় থাকে।
সভায় এ সমিতির প্রয়াত দু’ প্রতিষ্ঠাতা মোঃ হায়দার আলী মিয়া ও মোঃ ইউনুচ আলী মিয়ার প্রতি শ্রদ্ধা ও তাদের অবদান স্মরণ করা হয়।
আলীম