
ছবিঃ জনকণ্ঠ
নওগাঁর বদলগাছীতে ২০২৪-২৫ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ মে) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়ামে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে দিনব্যাপী এই কংগ্রেস অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি'র সভাপতিত্বে কংগ্রেসে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. আবুল কালাম আজাদ। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবাব ফারহান।
কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সজল সরকারের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিপা রাণী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতিয়া খাতুন প্রমূখ।
এ সময় বক্তারা কংগ্রেসে পার্টনার প্রোগ্রামের আওতায় প্যাকেজ কৃষি প্রযুক্তি, কৃষিতে দৃষ্টিভঙ্গি ও ধারণার পরিবর্তন, উত্তম কৃষি চর্চার প্রয়োগ, যান্ত্রিকীকরণ, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা এবং টেকসই কৃষি প্রযুক্তি ও কলাকৌশল বিষয়ে আলোচনা করেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবাব ফারহান বলেন, পার্টনার কংগ্রেস অনুষ্ঠানের মাধ্যমে পার্টনার ফিল্ড স্কুলের কৃষকগণের সাথে অন্যান্য কৃষকদের অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি হয়েছে। কৃষক সেবা কেন্দ্রের মাধ্যমে মাঠ পর্যায়ে প্রযুক্তি বিস্তারে পিএফএস এর সদস্যগণ অগ্রণি ভূমিকা পালন করবেন বলে আশা করা হচ্ছে।
আলীম