ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

৮ জুলাই ইউসিসিএ নির্বাচন: মনোনয়নপত্র বিতরণ ১ জুন থেকে শুরু

মো. ইমারত হোসেন ,কালিয়াকৈর, গাজীপুর

প্রকাশিত: ১৮:৩৬, ২৭ মে ২০২৫; আপডেট: ১৮:৪৯, ২৭ মে ২০২৫

৮ জুলাই ইউসিসিএ নির্বাচন: মনোনয়নপত্র বিতরণ ১ জুন থেকে শুরু

সংগৃহীত

গাজীপুরের "কালিয়াকৈর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক আগামী ৮ জুলাই  নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে।  সকাল ১০টা  হতে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত কালিয়াকৈর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লি. এর কার্যালয়ে ভোট গ্রহণ চলবে ।

কালিয়াকৈর উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা মো. সুমন মোল্লা জানান কালিয়াকৈর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লি. এর সমিতির উপ-আইন অনুযায়ী উল্লিখিত নির্বাচনে সমিতির বার সদস্য বিশিষ্ট ব্যবস্থাপনা কমিটির যোগ্য আটটি পদের মধ্যে এক জন সভাপতি ও এক জন সহ-সভাপতি সমগ্র নির্বাচনী এলাকার সদস্যদের ভোটে এবং ছয় জন সদস্য ছয়টি অঞ্চল  হতে এক জন করে সর্বমোট আট সদস্য বিশিষ্ট ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে।

গাজীপুর জেলা সমবায় কর্মকর্তার আদেশ নং ৩৬৭  ধারা মূলে নিয়োগকৃত নির্বাচন কমিটির ২৪মে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত মোতাবেক সমবায় সমিতি আইন, ২০০১ সংশোধিত, ২০০২ ও ২০১৩ এবং সমবায় সমিতি বিধিমালা, ২০০৪ সংশোধিত ২০২০ এর ২৭(১) বিধি অনুযায়ী "কালিয়াকৈর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লি.” এর ব্যবস্থাপনা কমিটির আগামী ৮ জুলাই তারিখে নির্বাচনের তফশিল  ঘোষণা করা হয়।

নির্বাচনী তফশিল অনুযায়ী ১ জুন কালিয়াকৈর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লি. এর কার্যালয় হতে মনোনয়নপত্র বিতরণ করা হবে। দুপুর ২ টা থেকে বিকেল চারটা পর্যন্ত মনোনয়ন পত্র বিক্রয় করা হবে।

মনোনয়নপত্র বিক্রয় চলবে ২ জুন পর্যন্ত। ৪ জুন মনোনয়নপত্র   জমাগ্রহণ করা হবে ও ১৫ ও ১৬জুন মনোনয়নপত্র বাছাই করা হবে।১৬জুন বৈধ প্রার্থীদের খসড়া তালিকা প্রকাশ। 

মনোনয়নপত্র বাছাইয়ের পর  বৈধ/বাতিলকৃত প্রার্থীদের মনোনয়ন পত্রের বিরুদ্ধে১৭ ও ১৮ জুন ঢাকা বিভাগীয় যুগ্ম নিবন্ধক মহোদয়ের কার্যালয়ে আপিল আবেদন দাখিল করতে পারবে ।

এছাড়া ১৯, ২২ ও ২৩ জুন আপিলের শুনানি গ্রহণ ও রায় ঘোষণা করার দিন ধার্য করা হয়েছে।
২৪ জুন বৈধ/বাতিলকৃত প্রার্থীদের চূড়ান্ত তালিকা কালিয়াকৈর ইউসিসিএ লি. এর নোটিশ বোর্ড টাঙিয়ে দেওয়া হবে এবং ২৫ জুন মনোনয়ন প্রত্যাহার জন্য আবেদন করতে পারবেন।

২৬ জুন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, একক প্রার্থীর নাম ঘোষণা (প্রযোজ্য ক্ষেত্রে) প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে। ৭ জুন বুথ নির্মাণ ও পরিদর্শন ও ৮  জুন ভোট গ্রহণ সম্পন্ন হবে।

হ্যাপী

×