ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

নিখোঁজের ১৮ ঘন্টা পর নদী থেকে নারী জেলের মৃতদেহ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী

প্রকাশিত: ১৭:২৩, ২৭ মে ২০২৫

নিখোঁজের ১৮ ঘন্টা পর নদী থেকে নারী জেলের মৃতদেহ উদ্ধার

ছবি:সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়ায় আড়পাঙ্গাশিয়া নদীতে মাছ শিকারে গিয়ে নিখোঁজের ১৮ ঘন্টা পর গৃহবধু রওশন আরার মৃতদেহ উদ্ধার করেছে গ্রামবাসী। মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে দিত্তা গ্রাম সংলগ্ন নদী থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। নিহত গৃহবধু কলাপাড়ার পূর্ব চাকামইয়া আবাসনের কাসেম হাওলাদারের স্ত্রী। 

 


কলাপাড়া থানার পরিদর্শক তদন্ত ইলিয়াস তালুকদার জানান, সোমবার বিকালে রওশন আরা নদীতে জাল ও বড়শি নিয়ে মাছ শিকারে যায়। সন্ধায় সে ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খুঁজতে থাকেন। কিন্তু সারা রাত তার সন্ধান না পেয়ে সকালে নদীতে দড়িতে লোহা বেঁধে টেনে তার সন্ধান চালায় স্বজনরা।

 

একপর্যায়ে পায়ে জাল পেঁচানো অবস্থায় নদী তীরে একটি গাছের শেকড়ের মধ্য থেকে তার মৃতদেহ উদ্ধার করে। খবর পেয়ে কলাপাড়া থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের মৃত্যুর কারণ অনুসন্ধানে মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হবে এবং এ ঘটনায় থানায় পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহণ করার প্রস্তুতি চলছে বলে জানান তিনি। 
 

আঁখি

×