
ছবি: জনকণ্ঠ
চুয়াডাঙ্গার পুরাতন বাস্তপুরে একই রাতে দুই বাড়ীতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল বাড়ীর সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা-স্বর্ণালঙ্কারসহ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
সোমবার (২৭মে) রাত দেড়টার দিকে জেলার দামুড়হুদা উপজেলার পুরাতন বাস্তপুর গ্রামের মৃত জুনাব আলীর দুই ছেলে আতিয়ার রহমান ও আনোয়ার হোসেনের বাড়ীতে ডাকাতির ঘটনা ঘটে।পুলিশ ওই এলাকা থেকে ৩ টি বোমাসাদৃশ্য বস্তু উদ্ধার করেছে।
গৃহকর্তা আনোয়ার হোসেন ও আতিয়ার রহমান জানায়, ১০-১২ জনের একটি ডাকাতদল প্রাচীর টপকে বাড়ীর ভিতরে প্রবেশ করে। প্রথমে একই বাড়ীর ভিতরে বড় ভাই আতিয়ার রহমানের ঘরে মুখোশ পরিহিত ৩ জন প্রবেশ করে। তারা বাড়ীর লোকজনকে দেশীয় অস্ত্র ধারালো হাসুয়া গলাই ধরে তাদের চোখ ও হাত বেধে ঘরে থাকা ৫২ হাজার নগদ টাকা লুট করে। পরে একই বাড়ীর ভিতরে তাকে সাথে নিয়ে তার ছোট ভাই আনোয়র হোসেনের ঘরের দরজায় গিয়ে তাকে দিয়ে তার বড় ভাই আনোয়ার হোসেন কে ডাকায়। আনোয়ার হোসেন ঘরের দরজা খুললে আরো ৩ জন মুখোশ পরিহিত ডাকাত তার ও তার স্ত্রীর গলায় ধারালো অস্ত্র হাসুয়া ধরে তাদেরও চোখ -মুখ বেধেঁ নগদ ৩০ হাজার টাকা ও একটি ৪ আনা ওজনের স্বর্ণের কানের দুল নিয়ে বাড়ীর মেইন গেট খুলে নির্বিঘ্নে চলে যায়। রাতেই দামুড়হুদা মডেল থানা পুলিশ ওই বাড়ীর প্রায় ১০০গজ দুরে পিচ সড়কের উপর থেকে লাল স্কসটেপ দিয়ে মোড়ানো ২ টি বোমাসাদৃশ্য বস্তু উদ্ধার করে।
আজ মঙ্গলবার সকাল ১০টায় দামুড়হুদা-জীবননগর সার্কেল সহকারী পুলিশ সুপার জাকিয়া সুলতানা, ডিবির ওসি মশিউর রহমান,ওসি সাইবার ক্রাইম আনিছুর রহমান,এস আই মুহিত হাসান,এস আই রমেন সরকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় ডাকাতি হওয়া বাড়ীর আনুমানিক ১০০গজ দুর পাকা রাস্তার পাশের জঙ্গল থেকে আরো ১টি বোমাসাদৃশ্য বস্তু উদ্ধার করা হয়।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবির জানান,বোমা ডিসপোজাল টিমকে খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে এবং জড়িতদের গ্রেফতার অভিযানে কাজ করছে পুলিশ।
শিহাব