
ছবি- দৈনিক জনকণ্ঠ
চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কামালপাড়া যুব সংঘের পেছনের একটি ড্রেন এখন জনদুর্ভোগের অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে ড্রেনটি অপরিষ্কার এবং উন্মুক্ত অবস্থায় থাকায় চারপাশে দুর্গন্ধ ছড়াচ্ছে। এর ফলে আশেপাশে বসবাসকারী মানুষজন এবং বিশেষ করে স্কুলে যাতায়াতকারী শিক্ষার্থীরা প্রতিদিন চরম ভোগান্তিতে পড়ছে।
সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ড্রেনে পড়ে শিশু আহত ও নিহত হওয়ার ঘটনা গণমাধ্যমে উঠে এসেছে। কিছুদিন আগেই এমনই একটি মর্মান্তিক ঘটনার খবর প্রকাশিত হয়েছিল, যেখানে একটি শিশু অরক্ষিত ড্রেনের পানিতে পড়ে নিহত হয়। হাটহাজারীর এই ড্রেনটি দেখলে সহজেই বোঝা যায়, এখানেও এমন বিপদের আশঙ্কা প্রবলভাবে বিদ্যমান।
স্থানীয় এক অভিভাবক বলেন, “আমার সন্তান প্রতিদিন এই রাস্তা দিয়ে স্কুলে যায়। ড্রেনের পাশে কোনো সুরক্ষা নেই। বর্ষাকালে যখন পানি উপচে পড়ে, তখন রাস্তাটিই প্রায় অদৃশ্য হয়ে যায়। যে কোন মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটতে পারে।”
ছবিতে দেখা যাচ্ছে, ড্রেনটি কেবল অপরিষ্কারই নয়, বরং তার চারপাশে যথাযথ ড্রেনেজ ব্যবস্থার ঘাটতি রয়েছে। যেখানে জনবসতি ও শিক্ষাপ্রতিষ্ঠান এত কাছাকাছি, সেখানে এমন অরক্ষিত ও খোলা ড্রেন জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি।
স্থানীয় বাসিন্দারা অবিলম্বে এই ড্রেন সংস্কার ও ঢাকনার ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। পাশাপাশি নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালু না হলে ডেঙ্গু, টাইফয়েড ও অন্যান্য পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কাও রয়েছে।
প্রশাসনের দৃষ্টি আকর্ষণ: এই পরিস্থিতি চলতে থাকলে আগামীতে বড় ধরণের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। তাই হাটহাজারী পৌর কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান—শিশুদের নিরাপত্তা ও জনস্বাস্থ্য রক্ষায় দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হোক।
নোভা