
ছবি: জনকণ্ঠ
পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব সৈয়দ এছাহাক মুহাম্মদ আবুল খায়ের বলেছেন, একটি রাজনৈতিক দল ভারতের সাথে সুর মিলিয়ে সংস্কারের কথা বলছে না। আবু সাঈদ, মুগ্ধদের যেভাবে খুন করা হয়েছে, হত্যা করা হয়েছে—সেই হত্যার বিচার নিয়ে কোনো কথা নেই। খালি "নির্বাচন, নির্বাচন, নির্বাচন" এই জিকির চলছে। বাংলার জাতি এই জিকির শুনতে চায় না। বিগত দিনে আমরা শুনেছি "উন্নয়ন, উন্নয়ন", আর এখন শুনছি "নির্বাচন, নির্বাচন"।
তিনি সোমবার সন্ধ্যায় পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামের মুক্তমঞ্চে ইসলামী আন্দোলন বাংলাদেশের পঞ্চগড় জেলা শাখার আয়োজনে এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, আমরা পাকিস্তান থেকে মুক্তি পেয়েছি, পাকিস্তান আমাদের থেকে সরে গেছে। কিন্তু এই ষড়যন্ত্রকারীদের কারণে আজ দেশটি ভারতের করদরাজ্যে পরিণত হয়েছে। এই ষড়যন্ত্র করছে কারা? যাদের শরীরে এখনও মীর জাফরের ‘জ্বীন-হরমোন’ রয়ে গেছে। বাংলাদেশে এখনো মীর জাফর আর মীর সাদিকের উত্তরসূরীরা আছে।
তিনি আরও বলেন, বিগত দিনে বাংলাদেশ পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। সেইসব নেতা দেশের টাকা বিদেশে পাচার করেছে। জাতি তাদের আর ক্ষমতায় দেখতে চায় না। একটা সময় বিদেশে আমাদের ‘চোর’ বলে অপবাদ দেয়া হতো। অথচ সাধারণ বাংলাদেশীরা তো চুরি করেনি, কিন্তু নেতাদের চুরির কারণে জনগণ এই তকমা পেয়েছে। এই দুর্নীতিবাজ, টেন্ডারবাজ আর লুটপাটকারীদের আর কোনোভাবেই প্রশ্রয় দেয়া যাবে না।
ইসলামী আন্দোলন বাংলাদেশের পঞ্চগড় জেলা শাখার সভাপতি মুহা. আব্দুল হাই এর সভাপতিত্বে এবং সেক্রেটারি সৈয়দ মুহা. সুলতান মাহমুদের সঞ্চালনায় জনসভায় আরও বক্তব্য রাখেন—ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সুলতান মাহমুদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের পঞ্চগড় জেলা শাখার সিনিয়র সহসভাপতি ক্বারী মুহাম্মদ আব্দুল্লাহ, ইসলামী শ্রমিক আন্দোলন পঞ্চগড়ের সভাপতি মুহা. কামরুল হাসান প্রধান প্রমুখ।
মেহেদী