
তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কেন্দ্রীয় যুবদলের ঘোষিত "তারুণ্যের সমাবেশ" সফল করতে গোপালগঞ্জের কাশিয়ানীতে র্যালি ও প্রস্তুতি সভা করেছে উপজেলা যুবদল।
রবিবার (২৫ মে) বিকালে কাশিয়ানী উপজেলা যুবদলের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় মহেশপুর, মাহমুদপুর, সাজাইল ও রাতইল ইউনিয়ন যুবদলের নেতা-কর্মীরা।
প্রস্তুতি সভায় দিকনির্দেশনামূলক বক্তব্য দেন উপজেলা যুবদলের সদস্যসচিব আরিফুল ইসলাম পাভেল এবং আহ্বায়ক এনামুল হক শিমুল।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক পলাশ এবং বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদলের সদস্যসচিব রিয়াজউদ্দিন লিফটন।
বক্তারা বলেন, “দেশের ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তুলতে যুবসমাজের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি। সেই লক্ষ্যেই যুবদল তারুণ্যের সমাবেশের আয়োজন করেছে।”
সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়।
এই কর্মসূচিতে উপজেলা যুবদলের নেতাকর্মীরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশ নেন।
মিমিয়া