ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৬ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

বরিশালে প্রকৌশল শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তপ্ত ক্যাম্পাস

স্টাফ রিপোর্টার, বরিশাল

প্রকাশিত: ১৯:৩৩, ২৫ মে ২০২৫

বরিশালে প্রকৌশল শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তপ্ত ক্যাম্পাস

ছবি: জনকণ্ঠ

নয় দফা দাবিতে একাডেমিক কার্যক্রম শাটডাউন করে প্রতীকী পথ নাটক, বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের সাধারণ শিক্ষার্থীরা।

আজ রবিবার (২৫ মে) সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত কলেজ ক্যাম্পাসে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালিত হয়। এ সময় শিক্ষার্থীরা তাদের দাবির পক্ষে ‘কম্বাইন্ড পরীক্ষা পদ্ধতির’ কুশপুত্তলিকা দাহ করেন।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের এক শিক্ষার্থী সম্প্রতি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কৃত হন। পরবর্তীতে তিনি আত্মহত্যা করেন। শিক্ষার্থীদের দাবি, ‘কম্বাইন্ড সিস্টেমে’ পরীক্ষার অতিরিক্ত চাপ সামাল দিতে না পেরে তিনি এ সিদ্ধান্ত নেন।

তারা আরও বলেন, ২০১৬ সালের পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রযুক্তি ইউনিটের আওতাধীন সব কলেজ ও ইনস্টিটিউটে বিদ্যমান কম্বাইন্ড পরীক্ষা পদ্ধতি ব্যর্থতার চরম উদাহরণ হিসেবে চিহ্নিত হয়েছে। এ পদ্ধতি শিক্ষার্থীদের মধ্যে গভীর সমস্যা তৈরি করেছে।

গুণগত শিক্ষা ও সঠিক মূল্যায়ন নিশ্চিত না হওয়া, পরীক্ষার দীর্ঘসূত্রতা এবং মানসিক চাপ সব মিলিয়ে শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে একাডেমিক ও মানসিকভাবে চরম ভোগান্তির শিকার হয়ে আসছেন। এসব সমস্যার সমাধানে শিক্ষার্থীরা নয় দফা দাবি উত্থাপন করেছেন।

তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আমাদের দাবির পক্ষে লিখিত সিদ্ধান্ত না এলে বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা পরবর্তী কঠোর কর্মসূচি নিতে বাধ্য হবে।’

উল্লেখ্য, লিখিত সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত কলেজের সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

শহীদ

×