ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৬ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার আ. লীগের নেত্রী কারাগারে

নিজস্ব সংবাদদাতা, ডেমরা, ঢাকা।

প্রকাশিত: ১৯:৩১, ২৫ মে ২০২৫; আপডেট: ২৩:৪৩, ২৫ মে ২০২৫

চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার আ. লীগের নেত্রী কারাগারে

নারায়ণগঞ্জের মুসলিমনগর কাশীপুর এলাকা থেকে রাজধানীর ডেমরায় বসবাসরত রজনী আক্তার টুসী (৩০) নামে এক আওয়ামী লীগ নেত্রীকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

শনিবার (২৪ মে) রাত ১০টার দিকে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের সহায়তায় ডেমরা থানা পুলিশ নারায়ণগঞ্জ সদর মুসলিমনগর এলাকার রুবেল মিয়ার বাড়ি থেকে অবরুদ্ধ অবস্থায় তাকে আটক করে।

রোববার দুপুরে তাকে আদালতে হাজির করলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গত ৭ মে ডেমরা থানায় দায়েরকৃত একটি মামলার আসামি হিসেবে টুসিকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ডেমরা থানার ওসি মো. মাহমুদুর রহমান।


রজনী আক্তার টুসী নিষিদ্ধ ঘোষিত সংগঠন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এবং ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য। তার বিরুদ্ধে ডেমরা ও আশেপাশের এলাকায় বিভিন্ন সময় ঝটিকা মিছিল, উস্কানিমূলক লিফলেট বিতরণ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অভিযোগ রয়েছে। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর গণহত্যার ঘটনায় তার সম্পৃক্ততা রয়েছে বলে জানিয়েছে ডেমরা থানা পুলিশ। তিনি ডেমরার পশ্চিম সারুলিয়ার পংকু মিয়া জামে মসজিদ রোড এলাকার আবুল কাশেমের মেয়ে।


মামলার তদন্ত কর্মকর্তা ডেমরা থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মোঃ আরিফ পাঠান জানান, টুসী ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে গাউছিয়া এক্সপ্রেস পরিবহনের মালিকের নিকট থেকে মাসিক ১৫ হাজার টাকা করে নিয়মিত চাঁদা আদায় করে আসছিলেন। গত ১ মে মালিক পক্ষ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ৪ মে রাত সাড়ে ১০টার দিকে ডেমরার সুলতানা কামাল ব্রীজের ঢালে গাউছিয়া এক্সপ্রেস পরিবহনের (ঢাকা মেট্রো-ব ১২-৪০৬৬) একটি বাসে তারা হামলা চালায়। এ সময় তারা বাসে ব্যাপক ভাঙচুর করে, যাতে প্রায় এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।

পরে গাড়ির ব্যাটারি, চাকা, সিট, তৈলসহ মূল্যবান যন্ত্রাংশ চুরি করে নিয়ে যায়, যার আনুমানিক মূল্য দুই লাখ টাকা। হামলার সময় বাসচালককে বেধড়ক মারধর করে গুরুতর আহত করে তারা। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে আসামিরা প্রাণনাশের হুমকি দিয়ে দ্রুত পালিয়ে যায়।


ডেমরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমান জানান, ঘটনার পর থেকে টুসী আত্মগোপনে ছিলেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে তাকে গ্রেফতার করা হয়। নারায়ণগঞ্জের যে বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়, সেখানে তিনি ভাড়াটিয়া হিসেবে গত তিন মাস ধরে গোপনে বসবাস করছিলেন।

রিফাত

×