
পঞ্চগড় সদর উপজেলায় বাদামক্ষেতে গাঁজার চাষ করে দীর্ঘদিন মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন রতন ওরফে লাবু (৩০) নামে এক ব্যক্তি। অবশেষে পুলিশের অভিযানে ধরা পড়েছেন তিনি। শনিবার (২৪ মে) বিকেলে গাঁজার গাছ ও মাদকসহ তাকে গ্রেপ্তার করা হয়।
রোববার (২৫ মে) বিকেলে পঞ্চগড় জেলা পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তার রতন ওরফে লাবু পঞ্চগড় সদর উপজেলার পানিমাছপুকুরী এলাকার বাসিন্দা, তিনি আজগর আলীর ছেলে।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে লাবু এলাকায় মাদক ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি নিজের বাদামক্ষেতে কৌশলে গাঁজার গাছও রোপণ করেছিলেন, যাতে কেউ সন্দেহ না করে।
গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় সদর থানা পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে লাবুকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে গাঁজার ৬টি গাছ ও ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লা হিল জামান বলেন, “গ্রেপ্তারকৃত লাবুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”
স্থানীয়রা জানান, এমন অভিনব পদ্ধতিতে মাদক চাষ দেখে তারা হতবাক। আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের তৎপরতা মাদক নির্মূলে কার্যকর ভূমিকা রাখবে বলে তাদের আশা।
মিমিয়া