ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৬ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

বাসের ধাক্কায় স্কুল ছাত্র আহত, প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার, গাজীপুর।।

প্রকাশিত: ১৯:২৮, ২৫ মে ২০২৫

বাসের ধাক্কায় স্কুল ছাত্র আহত, প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

গাজীপুরে বাসের ধাক্কায় এক স্কুল শিক্ষার্থী আহত হয়েছে। এ ঘটনার প্রতিবাদে তার সহপাঠী ক্ষুব্ধ শিক্ষার্থীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। রবিবার মহানগরীর সদর থানার পোড়াবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। 

আহত শিক্ষার্থীর নাম- ওমর ফারুক (১৫)। সে গাজীপুর মহানগরীর পোড়াবাড়ী এলাকার শাহ সূফি ফসিহ উদ্দিন উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী।

জানা গেছে, রবিবার স্কুলে যাওয়ার পথে মহানগরীর পোড়াবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক  পার হওয়ার সময় এশিয়া পরিবহনের একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হয় স্কুল ছাত্র ওমর ফারুক। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এই ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা মিছিল বের করে। এ সময় তারা স্কুলের সামনে ওই মহাসড়কের উপর একটি ফুটওভার ব্রিজ নির্মাণ এবং এ ঘটনায় দায়ী চালককে গ্রেপ্তার ও শাস্তির দাবি জানায়। একপর্যায়ে শিক্ষার্থীরা স্কুলের পার্শ্ববর্তী ওই মহাসড়কের উপর অবস্থান অবরোধ সৃষ্টি করে। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজট লেগে যায়। প্রখর রোদে বাসে বসে থাকে যাত্রীদের দুর্ভোগে পোহাতে হয়।

সালনা হাইওয়ে থানার ওসি কামরুজ্জামান বলেন, সড়ক অবরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তারা শিক্ষার্থীদের বুঝিয়ে সড়কের উপর থেকে সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। 

সজিব

×