ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

কুমিল্লায় রাজনৈতিকসহ বিভিন্ন মামলায় ১১ জন গ্রেফতার

মীর শাহ আলম, নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা

প্রকাশিত: ১৫:২৪, ২৪ মে ২০২৫

কুমিল্লায় রাজনৈতিকসহ বিভিন্ন মামলায় ১১ জন গ্রেফতার

ছবি : জনকণ্ঠ

কুমিল্লায় রাজনৈতিকসহ বিভিন্ন মামলায় ১১ আসামিকে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। শুক্রবার রাতভর নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে। এ সময় পাচারকালে আট কেজি গাঁজা উদ্ধার করা হয়। শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্রগুলো জানায়, নগরীতে অপরাধ দমনে পুলিশের একাধিক টিম শুক্রবার রাতভর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশ রাজনৈতিক মামলা (ডিবি/ডেভিল) সংক্রান্তে ৮ জন, সড়ক দুর্ঘটনার মামলায় ২ জন এবং নিয়মিত মামলায় ১ জনসহ মোট ১১ জনকে গ্রেফতার করে।গ্রেফতারকৃতদের কাছ থেকে পাচারকালে উদ্ধার করা হয় আট কেজি গাঁজা।

গ্রেফতারকৃতরা হচ্ছেন— হাসান (২৩), আব্দুল মালেক (৫৯), কামাল (১৯), জসিম (৪৩), মাহবুব খান শোয়েব (২৬), তাজুল ইসলাম (৫৩), জাহাঙ্গীর আলম জানু (৬৫), সাইফুল হক (৫৮), সাইফুল আরেফিন রাহাত (৪৩), আব্দুল আজিজ মিঠু (৫৪), আসাদুজ্জামান লাদেন প্রকাশ জামান প্রকাশ আসাদ (২২)। 

গ্রেফতারকৃতদেরকে শনিবার আদালতে পাঠানো হয়েছে।

সা/ই

×