
ছবি: সংগৃহীত
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ গ্রহণ স্থগিত চেয়ে করা রিট আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। এ বিষয়ে রিটকারীর আইনজীবীরা জানিয়েছেন, তারা উচ্চ আদালতে আপিল করবেন।
রিটকারীর পক্ষে আইনজীবী সাংবাদিকদের জানান, “গতকাল রিট মামলাটি আদেশের জন্য তালিকাভুক্ত ছিল। মহামান্য আদালত মামলাটি শুনানির জন্য তোলেন এবং আদালত তখন একটি সংক্ষিপ্ত রুল ও অন্তর্বর্তীকালীন স্থিতাবস্থা (স্ট্যাটাস কো) আদেশ দেয়ার ইচ্ছা প্রকাশ করেন। কিন্তু এরপর আদালতে একটি অপ্রত্যাশিত পরিস্থিতি তৈরি হয়। জনাব ইশরাক হোসেনের পক্ষের আইনজীবীরা আদালতের ওপর অনুচিত চাপ প্রয়োগের চেষ্টা করেন।”
তিনি আরও জানান, “আজ সকালে আদালত আদেশ দেয়ার শুরুতেই ঢাকা বারের সভাপতিকে ডেকে নেন এবং বেঞ্চের কনিষ্ঠ বিচারপতি জনাব দেবাশিষ রায়চৌধুরী জানান, আদালত ত্যাগ করার সময় বারের সভাপতিকে লক্ষ্য করে এমন একটি মন্তব্য করা হয়েছিল, যা আদালতের প্রতি ভীতি ও অশ্রদ্ধার পরিবেশ সৃষ্টি করে। বলা হয়েছিল, ‘এই মামলায় রুল দিলে কোর্টে বসতে দেব না।’ এটি আদালতের মর্যাদা ও স্বাধীনতার জন্য হুমকি।”
পরবর্তীতে আদালত লিখিত আদেশে শুধুমাত্র লোকাস স্ট্যান্ডির (আইনগত অবস্থান) ভিত্তিতে রিটটি খারিজ করে দেন।
আইনজীবী আরও বলেন, “আমরা ইতিমধ্যে আমাদের মক্কেলর সঙ্গে কথা বলেছি এবং তাঁর নির্দেশ অনুযায়ী মহামান্য আপিল বিভাগে যাব। আজকের মধ্যে যদি নকল আদেশ হাতে পাই, তাহলে আজই যাব, না হলে পরবর্তী কর্মদিবসে দ্রুত আপিল করব।”
এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, “যেহেতু এই মামলাটি এখনো আপিলযোগ্য অবস্থায় রয়েছে এবং বিষয়টি সাবজুডিস, সেহেতু স্থানীয় সরকার মন্ত্রণালয়ের শপথগ্রহণ আয়োজনের কোনো আইনগত ভিত্তি নেই। এই দায়িত্ব এখন মন্ত্রণালয়ের বিবেচনার উপর নির্ভর করছে।”
আইনজীবী আরও জানান, “আমাদের মক্কেল ঢাকা দক্ষিণ সিটির বাসিন্দা হিসেবে এই রিট করেছেন। হাইকোর্ট শুধুমাত্র লোকাস স্ট্যান্ডি’র ভিত্তিতে রিটটি খারিজ করেছে। আমরা আশা করি, আপিল বিভাগে এই পয়েন্টে আদালতকে সন্তুষ্ট করতে পারলে আমাদের পক্ষে অনুকূল আদেশ আসবে ইনশাআল্লাহ।”
সূত্র:https://youtu.be/xFRpACgPQhE?si=CVWkWxg7Lbw7_BJm
আঁখি