ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

২৮ মে’র মধ্যে শ্রমিকদের বকেয়া শোধ করতে হবে, না হলে জেলে: সাখাওয়াত

প্রকাশিত: ২১:৫১, ২১ মে ২০২৫

২৮ মে’র মধ্যে শ্রমিকদের বকেয়া শোধ করতে হবে, না হলে জেলে: সাখাওয়াত

সংগৃহীত

শ্রমিকদের বকেয়া টাকা ২৮ মে’র মধ্যে পরিশোধ করার জন্য মালিকদের কঠোর নির্দেশ দিয়েছেন নৌপরিবহণ ও শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, "যারা বেতন পরিশোধ করবেন না, তাদের বিরুদ্ধে মামলা হবে এবং জেলে যেতে হবে।"

বুধবার (২১ মে) সচিবালয়ে ঈদুল আযহা উপলক্ষ্যে নৌপথে নিরাপদ যাত্রার প্রস্তুতি নিয়ে এক সভা শেষে তিনি জানান, "মালিকদের বিরুদ্ধে মামলার পাশাপাশি যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে, তাদের বিদেশে গেলে রেড অ্যালার্ট জারি করা হবে।"

এছাড়া, ঈদযাত্রা নিরাপদ করতে নৌপথে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। "কোরবানির পশু আনার সময় নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং বড় লঞ্চগুলোকে সতর্কভাবে চলাচল করতে বলা হয়েছে," বলেন সাখাওয়াত হোসেন। তিনি আরও জানান, বাল্কহেড ও স্পিডবোট চলাচল বন্ধ থাকবে এবং নতুন রুটে ফেরি চালু করা হবে যা জামালপুরের সঙ্গে সংযোগ স্থাপন করবে।

হ্যাপী

×