ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২০ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

নির্বাচন যত বিলম্বিত হবে, ততই সরকার জনগণের আস্থা হারাবে: কুমিল্লায় অধ্যক্ষ সেলিম ভূঁইয়া

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা 

প্রকাশিত: ২০:২৮, ১৯ মে ২০২৫; আপডেট: ২০:২৯, ১৯ মে ২০২৫

নির্বাচন যত বিলম্বিত হবে, ততই সরকার জনগণের আস্থা হারাবে: কুমিল্লায় অধ্যক্ষ সেলিম ভূঁইয়া

ছবিঃ সংগৃহীত

বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার ছেলেমানুষি নেতাদের রাজনীতির মাঠে নামিয়ে সরকারকে বিতর্কিত করছেন। সরকারের উচিত তাদেরকে রাজনীতির মাঠ থেকে সরিয়ে সুষ্ঠু ও অবাধ নির্বাচনের ব্যবস্থা করা। সরকার নির্বাচনকে যতই বিলম্বিত করবে ততই দেশের জনগণের আস্থা হারাবে। দেশের জনগণ নির্বাচন চায়। 

গত ১৬ মে এনসিপির মুখপাত্র হাসনাত আবদুল্লাহ কুমিল্লার একটি অনুষ্ঠানে ‘কুমিল্লায় বিএনপির রাজনীতিবিদরা আওয়ামী লীগের টাকায় রাজনীতি করে’ এমন বক্তব্যের প্রতিবাদে সোমবার (১৯ মে) কুমিল্লা প্রেসক্লাবে কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া আরও বলেন, বড় পরিতাপের বিষয় ‘কুমিল্লায় বিএনপির রাজনীতিবিদরা আওয়ামী লীগের টাকায় রাজনীতি করে’- এনসিপির মুখপাত্র হাসনাত আবদুল্লাহর এমন বক্তব্য শিশুসুলভ। তিনি রাজনীতিতে অপরিপক্কতার কারণে এমন শিশুসুলভ বক্তব্য দিয়েছেন। তার মানসিক চিকিৎসার প্রয়োজন। 

তিনি আরও বলেন, হাসনাত আবদুল্লাহ কিংস পার্টিখ্যাত (রাজার পার্টি) এনসিপির মুখপাত্র। তার মত ব্যক্তিদের দিয়ে পরিশিলিত রাজনীতি হবে না। তার এমন বক্তব্যে বিএনপির কুমিল্লার নেতাকর্মীরা ক্ষুব্ধ। হাসনাত আবদুল্লাহর বক্তব্য প্রত্যাহার না করা হলে বিএনপির কুমিল্লার নেতাকর্মীদের শান্ত রাখা সম্ভব নয়। 

সাংবাদিকদের প্রশ্নের জবাবে অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া বলেন, হাসনাত আবদুল্লাহকে ক্ষমা প্রার্থনা করে বক্তব্য প্রত্যাহারের জন্য ৭ দিনের আল্টিমেটাম দেন। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণারও হুঁশিয়ারি দেন তিনি। 

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক এমপি আমিন-উর রশিদ ইয়াছিন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির (কুমিল্লা বিভাগ) সহ-সাংগঠনিক মোস্তাক মিয়া, সম্পাদক কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক সাবেক এমপি জাকারিয়া তাহের সুমন, সদস্য সচিব আশিক-উর রহমান মাহমুদ ওয়াসিম, মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী আবু, সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপুসহ দল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

ইমরান

×