ঢাকা, বাংলাদেশ   রোববার ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

কুষ্টিয়াতে তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণে আলোচনা সভা অনুষ্ঠিত 

সোহাগ মাহমুদ, কুষ্টিয়া

প্রকাশিত: ১৭:১৯, ১৮ মে ২০২৫

কুষ্টিয়াতে তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণে আলোচনা সভা অনুষ্ঠিত 

ছবি: দৈনিক জনকন্ঠ

কুষ্টিয়াতে তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (১৮মে) দুপুরে কুষ্টিয়া জেলা প্রশাসকের হলরুমে কুষ্টিয়া জেলা প্রশাসক ও জেলা তথ্য অফিসের আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা সিনিয়র তথ্য অফিসার আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান। 

কীভাবে নতুন বাংলাদেশে তরুণদের নিয়ে নতুন উদ্যোমে কাজ করা যায় ও কীভাবে তরুণদের উদ্যোক্তা হিসাবে তৈরি করা যায় তা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত তরুণরা তাদের বেকারত্ব দূরীকরণসহ নানা ধরনের সরকারি সুযোগ সুবিধা সহজভাবে পাওয়া এবং মাঠ পর্যায়ে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে কার্যকরী পদক্ষেপ নেওয়ার বিষয়ে তুলে ধরেন। এছাড়াও ফ্রিল্যান্সিং এর উপর বিশেষভাবে গুরুত্ব দেওয়ার ব্যাপারে গ্রাম পর্যায়ে প্রশিক্ষণের বিষয়ে দিক নির্দেশনা মূলক আলোচনা করেন। 

তরুণদের মতামতের প্রেক্ষিতে জেলা প্রশাসকের পক্ষ থেকে কর্মপরিকল্পনার বিষয়ে এবং আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষতা অর্জন করে তরুণদের প্রস্তুত থাকার পরামর্শ দেন। এছাড়াও বিভিন্ন বিষয়ে সহযোগিতার আশ্বাসও দেওয়া হয় জেলা প্রশাসকের পক্ষ থেকে। 

অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

মিরাজ খান

আরো পড়ুন  

×