ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল

জয়পুরহাট জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৫৮, ১০ মে ২০২৫

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল

ছবি: জনকণ্ঠ

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি।

শনিবার (১০ মে) বিকেলে শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দান থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়।

পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা নাগরিক পার্টির জেলা সংগঠক আশরাফুল ইসলাম, ওমর আলী বাবু, বোরহান হোসেনসহ আরও অনেকে।

বক্তারা বলেন, আওয়ামী লীগ বিগত ১৬ বছরে দেশে ফ্যাসিবাদ কায়েম করে জুলুম-নির্যাতন চালিয়েছে। তারা ভারতের প্রেসক্রিপশনে দেশ পরিচালনা করেছে। জুলাই মাসে গণঅভ্যুত্থানে হাজার হাজার ছাত্র-জনতাকে হত্যা করেছে। তাদের এ দেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। রাজপথেই সেই ফয়সালা হয়ে গেছে।

আওয়ামী লীগের রাজনীতি থাকবে কি না, সেটা হাজারো শহীদ পরিবারের সিদ্ধান্তেই নির্ধারিত হবে বলে বক্তারা জানান।

এম.কে.

×