ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

আখাউড়ায় হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা

মো সাইফুল ইসলাম, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত: ১৭:৫৮, ৮ মে ২০২৫; আপডেট: ১৭:৫৯, ৮ মে ২০২৫

আখাউড়ায় হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা

ছবি: দৈনিক জনকন্ঠ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় হজ যাত্রীদের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (৮ মে) আখাউড়া সড়ক বাজারের সিটি সেন্টার মিলনায়তনে এ প্রশিক্ষণের আয়োজন করে আখাউড়া হজ্জ কাফেলা। প্রশিক্ষণে আখাউড়া উপজেলার ৫০ জন নারী ও পুরুষ হজযাত্রী অংশগ্রহণ করেন। হজের বিভিন্ন নিয়মকানুন ও করণীয় সম্পর্কে তাদের বিস্তারিত ভাবে ধারণা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জি.এম. রাশেদুল ইসলাম। সভাপতিত্ব করেন আখাউড়া হজ্জ কাফেলার চেয়ারম্যান মাওলানা মো: শাহ্জাহান।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন মুফতি মফিজুর রহমান আসাদী। বিশেষ অতিথি ছিলেন মুফতি আসাদুজ্জামান, হাজী মো: বিল্লাল হোসেন, মাওলানা হাবিবউল্লাহ বাহার ও মাওলানা হেলাল।

কর্মশালায় বক্তারা হজ যাত্রীদের উদ্দেশে বলেন, হজ হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ইবাদত। যথাযথ জ্ঞান ও প্রস্তুতি নিয়ে হজে গেলে তা আল্লাহর নিকট কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে।

মিরাজ খান

×