ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

যুবদল নেতার পুকুরে গ্যাস ট্যাবলেট প্রয়োগে অর্ধ কোটি টাকার মাছ নিধন

মো. সাইদুল আনাম, নিজস্ব সংবাদদাতা, দৌলতপুর, কুষ্টিয়া।।

প্রকাশিত: ১৬:০১, ৭ মে ২০২৫

যুবদল নেতার পুকুরে গ্যাস ট্যাবলেট প্রয়োগে অর্ধ কোটি টাকার মাছ নিধন

কুষ্টিয়ার দৌলতপুরে যুবদল নেতা বেনজির আহমেদ বাচ্চুর চাষের পুকুরে দুর্বৃত্তদের দেওয়া বিষাক্ত গ্যাস ট্যাবলেট প্রয়োগে বিপুল পরিমাণ মাছ নিধনের ঘটনা ঘটেছে। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতির অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (৬ মে) দিবাগত রাতে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের আদাবাড়িয়া গ্রামে এই ন্যক্কারজনক ঘটনাটি ঘটে।

ক্ষতিগ্রস্ত বেনজির আহমেদ বাচ্চু দৌলতপুর উপজেলা যুবদলের আহ্বায়ক। তিনি বলেন, “আমার মালিকানাধীন তিনটি পুকুরে রাতে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে মাছ নিধন করা হয়েছে। বুধবার সকালে গিয়ে দেখি, হাজার হাজার মাছ মরে পানিতে ভেসে উঠেছে। প্রাথমিকভাবে ৫০ থেকে ৬০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করছি।”

তিনি আরও জানান, কারও সঙ্গে তার ব্যক্তিগত বিরোধ নেই, তাই এমন অমানবিক কাজ কে বা কারা করল তা বুঝে উঠতে পারছেন না। তিনি ঘটনাটি আইনি প্রক্রিয়ার মাধ্যমে মোকাবিলা করার প্রস্তুতি নিচ্ছেন।

বিষ প্রয়োগে মাছ নিধনের বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা বলেন, “ঘটনার খবর পেয়ে তেকালা পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। দোষীদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে এ ধরনের নির্মম ঘটনার প্রতিবাদে এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়েছে। তারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

নুসরাত

×