ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

আবাসিক-বাণিজ্যিক কেউই মানছেনা মহা সড়ক আইন

মশিউর রহমান, সরিষাবাড়ী, জামালপুর

প্রকাশিত: ১৫:১৬, ৭ মে ২০২৫

আবাসিক-বাণিজ্যিক কেউই মানছেনা মহা সড়ক আইন

ছবি: মহাসড়ক আইন অমান্য করে ১০ মিটারের মধ্যেই হচ্ছে ভবন নির্মাণ, রাখা হয়েছে নির্মাণ সামগ্রী।

জামালপুরের সরিষাবাড়ীতে আইন জেনে না জেনে কেওই মানছেনা মহাসড়ক আইন। এতে করে বিভিন্ন দুর্ঘটনা ঘটেই চলেছে বেড়ে গেছে প্রাণহানিসহ বিকলঙ্গের ঘটনা অপরদিকে ভবিষ্যতে বড় ধরনের লোকসানের মুখে পতিত হচ্ছে ঐ সকল ভবন মালিক ও সাধারণ মানুষ। 

জানা যায়, উপজেলার মধ্য দিয়ে চলমান সরিষাবাড়ী, হয়ে তারাকান্দি-ভূয়াপুর মহাসড়কের কাজ চলমান রয়েছে সম্পূর্ণ হয়েছে কিছু অংশ শুরু হয়েছে দ্রুতগতি সম্পন্ন যান চলাচল। কিন্তু অনেকেই মহাসড়ক আইন না মেনেই নিজেদের ইচ্ছামতো ব্যবহার করছে এ মহাসড়ক। 

মহাসড়ক আইন ২০২১ অনুযায়ী রাস্তা হতে ১০ মিটার দূরত্বে স্থাপনা করার বিধান থাকলেও তা অমান্য করে তারা ১০ মিটারের মধ্যেই আবাসিক বাণিজ্যিকসহ সকল ধরনের একতল ও বহুতল বিশিষ্ট ভবনসহ বিভিন্ন স্থাপনা  নির্মাণ করেই চলেছে। কেউ কেউ মহাসড়কের জায়গা দখল করেই নির্মাণ করেছেন বিভিন্ন স্থাপনা।

আবার সেই সকল ভবনের ভিটি মহাসড়ক হতে প্রায় তিন থেকে চার ফিট উঁচু করছে যা মহাসড়ক আইন ২০২১ অমান্য করে। এতে করে ভবিষ্যতে ঐ সকল ভবন মালিকরা বিরাট অঙ্কের ক্ষতির সম্মুখিত হতে চলেছে নিজেদের অজান্তেই। আর তৈরি করছে বড় ধরনের দুর্ঘটনা ঘটার ফাঁদ।

মহাসড়কের নির্ধারিত রেখার মধ্যে স্থাপনা থাকলে যে কোন সময় দ্রুতগতি সম্পন্ন গাড়ি স্থাপনার উপর দিয়ে উঠে যেতে পারে ঘটতে পারে বহু প্রাণ হানির মতো ঘটনা। সরজমিনে গিয়ে দেখা যায় সরিষাবাড়ী হয়ে তারাকান্দি-ভূয়াপুর মহাসড়কের চার পাশে বেশ কয়েকটি বহুতল ভবনের কাজ চলমান রয়েছে সম্পন্ন হয়েছে আরো কিছু ভবনের কাজ যার অধিকাংশ ভবনই মহাসড়ক আইন অমান্য করেই হচ্ছে। আবার ভবন নির্মাণ সামগ্রী রাস্তার একটি অংশ দখল করেই রাখা হয়েছে। শুধু বহুতল ভবনই নয় রয়েছে শত শত স্থাপনা যার অধিকাংশই মহাসড়ক সংলগ্ন। এদের মধ্যে অনেকেই মহাসড়ক সীমানার মধ্যেই বিভিন্ন স্থাপনা করে ভাড়া দিয়ে আদায় করছে লাখ লাখ টাকা। 

স্থাপনা ছাড়াও মহাসড়ক ইচ্ছা মাফিক ব্যবহার হচ্ছে, সড়কে তারা ফসল শুকানো, এলোপাথাড়ি হেঁটে চলা, অনুমোদনহীন বিলবোর্ড, সাইনবোর্ড, তোরণসহ বিভিন্ন প্রচার বোর্ড, অনির্ধারিত গতিতে গাড়ি চালানো, সংরক্ষণ রেখার মধ্য হতেই মাটি কাটা, চলছে গবাদি পশুর অবাধ বিচরণ। যার ফলে বেড়ে গেছে দুর্ঘটনা সংখ্যা। তবে মহাসড়ক আইন মানাতে জনসচেতনতা মুলক প্রচার প্রচারণা করা এবং অবৈধভাবে মহাসড়ক দখল করে গড়ে উঠা বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হলে মহাসড়ক আইন অমান্য অনেকটাই কমতে পারে বলে জানান অনেকেই।

তাই বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে দায়িত্বে থাকা কর্মকর্তাদের তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।

মিরাজ খান

×