
ছবি: জনকন্ঠ
ঢাকার নবাবগঞ্জে বজ্রপাত থেকে কৃষকের জানমাল রক্ষার কৌশল, চিকিৎসা পদ্ধতি ও বজ্রপাত সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সেভ দ্য সোসাইটি অ্যান্ড থান্ডারস্টর্ম অ্যাওয়ারনেস ফোরাম নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন এ আয়োজন করে।
শুক্রবার (০২ মে) দুপুর সাড়ে ১২টায় উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের গোবিন্দপুর চকে কৃষক ও ধানকাটার শ্রমিকদের নিয়ে এ সভা করা হয়।
চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মেজবাহ উদ্দিন।
সভায়, বজ্রপাত থেকে কৃষকের জানমাল রক্ষায় প্রতিটি হাওর ও বিলে সরকারি অর্থায়নে নিরাপত্তা স্থাপনা নির্মাণের দাবি জানান বক্তারা।
বজ্রপাত থেকে বাঁচার কৌশল নিয়ে আলোচনা করেন, সেভ দ্য সোসাইটি অ্যান্ড থান্ডারস্টর্ম অ্যাওয়ারনেস ফোরামের সাধারণ সম্পাদক রাশিম মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, সচেতন নাগরিক ফোরামের মুখপাত্র এহসান নূর প্রমুখ।
রবিউল হাসান