
ছবি: জনকন্ঠ
রাজবাড়ীতে প্রবাসী আল-আমিন (২৮) হত্যা মামলার আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বৃহস্পতিবার রাতে পাবনার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, পাবনার আমিনপুর থানার কোমরপুর গ্রামের মৃত আলো মৃধার ছেলে মো. আব্দুস সালাম ঠান্ডু (৩৫) এবং একই থানার চক আব্দুস শুকুর গ্রামের মৃত নায়েব আলীর ছেলে জুয়েল রানা (৪০)।
র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) শামীম হাসান সরদার শুক্রবার (২ মে) দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং র্যাব-১২ এর সহযোগিতায় পাবনার ঈশ্বরদী ও সাঁথিয়া থানায় একযোগে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত সালাম ঠান্ডু ও জুয়েল রানা হত্যাকাণ্ডের সময় সরাসরি অংশ নেয় এবং হত্যার পর আল-আমিনকে ঘাড় মটকে নদীতে ফেলে দেয়।
প্রসঙ্গত, নিহত আল-আমিন পাবনা জেলার আমিনপুর থানার রামনারায়ণপুর গ্রামের আবু বক্কর মণ্ডলের ছেলে। তিনি প্রায় সাত বছর মালয়েশিয়ায় কর্মরত ছিলেন এবং চার মাস আগে দেশে ফেরেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৫ এপ্রিল শুক্রবার সকালে আল-আমিন তার মামা লিটন গাজী ও বোন আকলিমাকে নিয়ে রাজবাড়ীর ঢালারচর এলাকায় বিয়ের জন্য পাত্রী দেখতে যান। পরে দুপুরে ফুফাতো ভগ্নিপতি মেঘা সরদারের মোটরসাইকেলে করে গোয়ালন্দ উপজেলার রাখালগাছি বাজারে যাওয়ার পথে চারটি মোটরসাইকেলে করে এসে একদল হামলাকারী তার পথরোধ করে।
এ সময় শাহ আলী, রবিউল, আব্দুস সালাম ঠান্ডু, জুয়েল রানা, সেলিমসহ আরও কয়েকজন আল-আমিনের ওপর অতর্কিতে হামলা চালায় এবং উপর্যুপরি ছুরিকাঘাত করে। প্রাণে বাঁচতে আল-আমিন পাশের পদ্মার শাখা নদীতে ঝাপ দেন। তবে তিনি নদীতে নিখোঁজ হন।
খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ও নৌ পুলিশ স্পিডবোট ও ডুবুরিদের সহায়তায় তল্লাশি চালায়। পরদিন শনিবার দুপুরে রাখালগাছি খেয়াঘাটের পাশে নদী থেকে আল-আমিনের মরদেহ উদ্ধার করা হয় এবং রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
ওই রাতেই নিহতের মামা লিটন গাজী বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৫ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়। ওই রাতেই মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি মেঘা সরদারকে দৌলতদিয়া লঞ্চঘাট এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
রবিউল হাসান