ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

খাগড়াছড়িতে সরকারি ভ্যাকসিনে অর্ধশত গরু-ছাগলের মৃত্যু, খামারীদের মাঝে আতংক

জীতেন বড়ুয়া, খাগড়াছড়ি

প্রকাশিত: ০৯:৫৩, ২ মে ২০২৫; আপডেট: ০৯:৫৪, ২ মে ২০২৫

খাগড়াছড়িতে সরকারি ভ্যাকসিনে অর্ধশত গরু-ছাগলের মৃত্যু, খামারীদের মাঝে আতংক

ছবি: সংগৃহীত

খাগড়াছড়ির রামগড়ে উপজেলা প্রাণী সম্পদ অফিস থেকে সরকারি ভাবে বিনামূল্যে গুডফক্সের ভ্যাকসিন প্রয়োগ পরবর্তী ৪৮ ঘন্টা পর থেকে প্রায় অর্ধশতাধিক গরু-ছাগল মারা গেছে। আরো প্রায় অর্ধশতাধিক গরু-ছাগল অসুস্থ রয়েছে।

এমন ঘটনায় খামারীদের মাঝে আতংক ছড়িয়ে পড়েছে। ঋণের টাকায় কেনা গরু-ছাগল মারা যাওয়ায় অনেক কৃষক ও খামারী এখন নি:স্ব। এ ঘটনায় ক্ষতিপুরুণ দাবী কৃষক ও খামারীদের। ঘটনায় চট্টগ্রাম বিভাগীয় পরিচালকের পক্ষে ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি ইতিমধ্যে অসুস্থ্য ও মারা যাওয়া গরু-ছাগলের নমুনা সংগ্রহ করেছে। খাগড়াছড়ির রামগড় উপজেলার সদর ইউনিয়নে ১৪ এপ্রিল গ্রামের মসজিদে মাইকিং করে গর-ছাগলকে সরকারি ভ্যাকসিন দেওয়ার ঘোষনা দেওয়া হয়। পরের দিন ১৫ এপ্রিল সকালে উপজেলা প্রাণী সম্পদ অফিস থেকে সরকারি পশু চিকিৎসক এসেছেন এমন খবর জানতে পেরে গরু-ছাগলকে নিয়ে গিয়ে ভ্যাকসিন দেয় গ্রামবাসী। আতংকিত লামকুপাড়া গ্রামের কৃষক ও খামারিরা ঘটনার সুষ্ঠ তদন্ত ও বিচারের দাবীতে রামগড় ইউনিয়ন পরিষদের সামনে জড়ো হয়। গ্রামবাসীর অভিযোগ ভ্যাকসিন দেওয়ার ৪৮ ঘণ্টার মধ্যেই মারা যেতে শুরু করে গরু-ছাগল। দুই সপ্তাহে প্রায় ৫০টি গরু-ছাগল মারা যায়। রামগড় উপজেলা ভারপ্রাপ্ত প্রাণী সম্পদ কর্মকর্তা মো: মোস্তফা কামাল ভ্যাকসিন দেওয়ার পর গরু-ছাগল মারা যাওয়ার কথা স্বীকার করে দু:খ প্রকাশ করেছেন। কি কারণে এমন ঘটনা ঘটেছে তদন্তে বেরিয়ে আসবে।

এদিকে জেলার রামগড়ে ভ্যাকসিন দেওয়ার পর গরু-ছাগল মারা যাওয়ার ঘটনায় চট্টগ্রাম জেলা ভেটেনারি কর্মকর্তা ডা: মো: সাহব উদ্দিনকে প্রধান করে ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ইতিমধ্যে কমিটি রামগড় উপজেলার ১নং রামগড় ইউনিয়নে লামকুপাড়া গ্রামের খামারি ও গরু-ছাগল লালন-পালনকারীদের বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ করেছেন। তদন্ত কমিটির সদস্য চট্টগ্রাম ভেটেনারি সাইন্টিফিক কর্মকর্তা ডা: জপু চক্রবর্তী বলেন, এমন ঘটনা এর আগে কোথাও ঘটেনি। আমরা অসুস্থ ও মৃত পশুর নমুন সংগ্রহ করেছি। সংগ্রহকৃত নমুনা ঢাকা সেন্টার ব্যাটেনারী ল্যাবে পাঠানো হবে। তদন্ত কমিটির প্রধান চট্টগ্রাম জেলা ভেটেনারি কর্মকর্তা ডা: মো: সাহব উদ্দিন জানান, চট্টগ্রাম বিভাগীয় পরিচালকের নির্দেশে আমরা ঘটনাস্থলে এসে ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলে সেম্পল সংগ্রহ করেছি। ঘটনার করনীয় বিষয়ে পরবর্তী উর্ধ্বতন কর্তৃপক্ষ সিন্ধান্ত নিবে। অসুস্থ বাকী পশু গুলোকে চিকিৎসা দেয়া হচ্ছে তবে ঝুঁকিমুক্ত নয় বলে তিনি মন্তব্য করেন।

ক্ষতিগ্রস্তদের দাবী এসব ভ্যাকসিন সমস্যা ছিলো অথবা একই সিরিজে সবগুলো প্রাণীকে  ভ্যাকসিন দেয়ায় এ দুর্ঘটনা ঘটেছে।

আসিফ

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার