ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

লালপুরে আইনশৃঙ্খলার অবনতি, বেড়েছে চুরি ও ছিনতাই

নিজস্ব সংবাদদাতা, লালপুর, নাটোর

প্রকাশিত: ২১:৪২, ৩০ এপ্রিল ২০২৫

লালপুরে আইনশৃঙ্খলার অবনতি, বেড়েছে চুরি ও ছিনতাই

নাটোরের লালপুর উপজেলার বিভিন্ন এলাকায় গুলি বর্ষণের ঘটনা ঘটে আসছে। এতে পুলিশ প্রশাসন অস্ত্র উদ্ধারসহ মূলহোতাদের আটক করতে ব্যর্থ হচ্ছেন। এছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় মাদকের ছড়াছড়ি হয়ে গেছে। যেন হাত বাড়ালেই পাওয়া যাচ্ছে মাদক। আর বেড়ে গেছে গরু, চার্জার ভ্যান ও ভ্যানের ব্যাটারিসহ বাড়ির চুরিরমতো ঘটনা। এছাড়া বেড়ে গেছে ডাকাতি। অভিযোগ উঠেছে আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়েও। জানা যায়, জয় বাংলা স্লেøাগান দেওয়াকে কেন্দ্র করে ঈদুল ফিতরের নামাজ শেষে বিএনপি ও আওয়ামী লীগের কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
একর্পযায়ে আওয়মী লীগের কর্মীরা বিএনপির কর্মীদের লক্ষ্য করে গুলি বর্ষণ করে। এ ঘটনায় সুজাত আলী নামের একজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়। আর মাদকের টাকা চাওয়াকে কেন্দ্র করে দিনের আলোয় বিলমাড়ীয়া বাজারের নাগশোষা এলকার একজন মাদক কারবারি মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানোর লক্ষ্যে ওপরের দিকে গুলিবর্ষণ করে চলে গেছে। অন্যদিকে ঈশ্বরদী ইউনিয়নের এক ইউপি সদস্যকে লক্ষ্য করে গুলি বর্ষণ করে দুর্বৃত্তরা। এসব ঘটনায় পুলিশ অস্ত্র উদ্ধারসহ মূলহোতাদের আটক করতে পারেনি। ফলে দিন দিন বেড়ে যাচ্ছে মাদক ব্যবসা, চুরি, ডাকাতি ও চাঁদাবাজিসহ সন্ত্রাসী কর্মকাণ্ড। এসব ঘটনায় উপজেলার বিভিন্ন গ্রামের মানুষসহ অভিযোগকারীরা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এদিকে থানা থেকে একজন অভিযুক্ত ব্যক্তিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। দায়িত্বে অবহেলার অভিযোগে থানার ওসি নাজমুল হকসহ ৪ জন পুলিশকে প্রত্যাহার করা হয়েছে। এদিকে লালপুর উপজেলার বিলমাড়ীয়া, মোহরকয়া, সালামপুর, কচুয়া, গৌরীপুর, পালিদেহা, জোকাদহ (ভাদুরবটতলা), কাজীপাড়া, তিলোকপুর,  নবীনগর, কলসনগর, ওয়ালিয়া, কদিমচিলান, আব্দুলপুর, গোপালপুর পৌরসভার বিভিন্ন মহল্লাসহ লালপুর সদরে মাদকে ছেয়ে গেছে। এসব মাদক আখড়াই ফেনসিডিল, হেরোইন, ইয়াবা ও গাঁজাসহ মদের রমরমা ব্যবসা চলছে বলে জানা গেছে। এ বিষয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় লালপুর থানার ওসি (তদন্ত) মামিনুজ্জামান বলেন, পুলিশ অস্ত্র উদ্ধারের জন্য তৎপর রয়েছে। এবং মাদক ব্যবসা ও চুরিসহ ডাকাতির ঘটনায় তদন্ত সাপেক্ষে শনাক্ত করে জড়িতদের আইনের আওতায় আনা হবে।
ঝিনাইদহে চাকরি মেলায় শত শত
চাকরি প্রত্যাশী

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ ॥ কারিগরি ও তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন নতুন ও অভিজ্ঞ প্রার্থীদের চাকরির সুযোগ করে দিতে দিনব্যাপী ‘জব ফেয়ার’ শীর্ষক চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার কলেজ ক্যাম্পাসে ঝিনাইদহ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এ মেলাটির আয়োজন করে।
মেলার উদ্বোধন করেন ঝিনাইদহ চেম্বর অব কমার্সের সভাপতি মোয়াজ্জেম হোসেন। সে সময় উপস্থিত ছিলেন, ঝিনাইদহ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড.আনিচুর রহমান মৃধা, প্রেস ক্লাবের সভাপতি আসিফ কাজল, মডার্ন ফার্মাসিউটিক্যালসের প্রতিনিধি এবিএম জাহাঙ্গীর হোসেন, জিএম আলমগীর হোসেন, আইডিইবির সভাপতি ইয়াসিন আলী, শৈলকুপা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সামায়ান হোসেন, ঝিনাইদহ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক হাদিউজ্জামান, আবু সাইদ, মনিরুজ্জামান ও হুমায়ন কবীর। চাকরি মেলায় ঝিনাইদহের ১১টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।

প্যানেল

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার