
নীলফামারীর ডিমলা উপজেলায় নিখোঁজের দুইদিনের মাথায় এক পঞ্চম শ্রেণীর ছাত্রের মরদেহ ভেসে উঠেছে তিস্তা নদীতে। বৃহস্পতিবার (২০ মার্চ) বিকালে মাসুদ ইসলামের (১০) মরদেহ এলাকাবাসী উদ্ধার করে উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়নের পূর্বখড়িবাড়ি নামক স্থানের নদী থেকে।
বিষয়টি নিশ্চিত করেছেন টেপাখড়িবাড়ি ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম শাহীন। নিহত মাসুদ ইসলাম ওই এলাকার গ্রামের রফিকুল ইসলামের ছেলে ও পূর্ব খড়িবাড়ি সরকারি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।
পারিবারিক সূত্র মতে গত মঙ্গলবার(১৮ মার্চ) দুপুরে শিশুটি তার নানা মাহমুদ মিয়ার সাথে তেলিরবাজার যায়। বাজার থেকে তারা দুইজনেই বাড়ি ফিরে আসছিল। এক পর্যায় শিশুটি নদীতে গোসল করে বাড়ি ফিরবে বলে নানাকে জানায়। কিন্তু বিকাল গড়িয়ে সন্ধ্যা নামলেও সে বাড়ি ফিরেনি। বিভিন্ন স্থানে খুঁজেও তার সন্ধ্যান পাওয়া যায়নি।
আজ বিকালে নদীতে লাশ ভেসে উঠলে এলাকাবাসী উদ্ধার করে। সবার ধারনা নদীতে গোসল করতে গিয়ে সে তলিয়ে গিয়েছিল। এ বিষয়ে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ফজলে এলাহী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
আফরোজা