ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

আহত ৩

ফরিদপুরে তরমুজবাহী ট্রাকের ধাক্কা! মোটরসাইকেল ও অটোরিকশা দুমড়ে মুচড়ে নিহত ২

নিজস্ব সংবাদদাতা ফরিদপুর 

প্রকাশিত: ১৪:৫০, ১৬ মার্চ ২০২৫; আপডেট: ১৪:৫১, ১৬ মার্চ ২০২৫

ফরিদপুরে তরমুজবাহী ট্রাকের ধাক্কা! মোটরসাইকেল ও অটোরিকশা দুমড়ে মুচড়ে  নিহত ২

ঢাকা-ফরিদপুর মহাসড়কের ফরিদপুরের সদর উপজেলার শিবরামপুর নামক স্থানে তরমুজবাহী ট্রাক, মোটরসাইকেল ও অটোরিক্সার ত্রিমুকী সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। আর এ সময় আহত হয় ৩জন। তাদেরকে হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। আজ রবিবার সকাল ৯ টার দিকে ঘটনা ঘটে। নিহত দুজন হলেন মোটর সাইকেলের চালক সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামের নয়ন শেখ(২৩) ও একই ইউনিয়নের মদনদিয়া গ্রামের শাহাজাহান শেখ।   এ বিষয়ে করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সালাউদ্দিন চৌধুরী জানান, ফরিদপুরের দিক থেকে রাজবাড়ীগামী একটি তরমুজবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল ও রিক্সার সাথে সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলের আরোহী নয়ন শেখ নামে এক যুবক ঘটনাস্থলেই নিহত হন। এসময় তার পিছনে থাকা তার মা তিনিও মারাত্মকভাবে আহত হয়। এছাড়া রিকশাচালক শাহাজাহান শেখ আহত হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে পথিমধ্যে তার মৃত্যু হয়।  এছাড়া  আরো ২ জন আহত হযতিনি বলেন, ট্রাকটি রাস্তার পাশে থাকা একটি গাছকে মেরে দেওয়ায় ওই এলাকায় রাস্তার উপর গাছ পড়ে গেলে সেই গাছটি সরানো হয়েছে। তবে ট্রাক চালককে আটক করা সম্ভব হয়নি বলে তিনি জানান।

 

রাজু

×