ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

আন্দোলনের মুখে মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বদলি

স্টাফ রিপোর্টার, বাগেরহাট।।  

প্রকাশিত: ০৬:১৭, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

আন্দোলনের মুখে মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বদলি


                                                                                                                                                            আন্দোলনের মুখে বাগেরহাটের মোংলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া শারমিনকে বদলি করা হয়েছে। মোংলা থেকে প্রত্যাহার করে তাকে খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সিনিয়র সহকারি কমিশনার এসএম মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়েছে। সাথে সাথে শারমিন আক্তার সুমি নামের এক কর্মকর্তাকে মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে।
এদিকে আফিয়া শারমিনকে মোংলা থেকে প্রত্যাহার করে নেওয়ায় আন্দোলনকারীরা খুশি হয়েছেন। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, দুর্ব্যবহার, প্রশাসনিক অদক্ষতা, অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ করেন তারা।
বিসিএস ৩৫ ব্যাচের এ কর্মকর্তা গত বছরের ১২ সেপ্টেম্বর সাতক্ষীরার তালা উপজেলা থেকে মোংলায় ইউএনও হিসেবে যোগদান করেই নানা বিতর্কে জড়িয়ে পড়েন। এর জেরে সম্প্রতি স্থানীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটিসহ বিভিন্ন মহল তাকে প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ প্রদর্শন ও আন্দোলন সংগ্রাম করে আসছিল।

সাজিদ

×