ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৫ জানুয়ারি ২০২৫, ১২ মাঘ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ায় কোটি টাকার ভারতীয় চোরাচালানী মালামাল আটক

নিজস্ব সংবাদদাতা, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত: ২০:৪২, ১০ ডিসেম্বর ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ায় কোটি টাকার ভারতীয় চোরাচালানী মালামাল আটক

ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কর্তৃক কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী মালামাল আটক করা হয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ২০০১/এমপি থেকে আনুমানিক পাঁচ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বিজয়নগর উপজেলার চান্দুরা বাইপাস এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে ভারতীয় উন্নতমানের বিভিন্ন প্রকার ৬,৮৮০টি চশমা, ১৩৭টি শাড়ি, ৯৩৬টি প্রসাধনী সামগ্রী, ৪,৩২০টি Kaveri মেহেদী, ৯,৬০০টি Mond সিগারেট এবং ৪৮০টি আমেরিকান Cua চকলেট আটক করা হয়।

আটককৃত এসব মালামালের বাজারমূল্য আনুমানিক ১ কোটি ৩ লাখ ৫৪ হাজার ৮০০ টাকা। উদ্ধারকৃত মালামাল আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত দিয়ে যেন কোনো ধরনের চোরাচালানী পণ্য বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধপরিকর। চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এম.কে.

×