ঢাকা, বাংলাদেশ   রোববার ২৬ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১

সুনামগঞ্জে হিন্দুদের বাড়িতে হামলার বিচার চাইলেন মনজুর আল মতিন

প্রকাশিত: ২০:৪৮, ৭ ডিসেম্বর ২০২৪

সুনামগঞ্জে হিন্দুদের বাড়িতে হামলার বিচার চাইলেন মনজুর আল মতিন

মনজুর আল মতিন

শনিবার সকালে দোয়ারাবাজার উপজেলার মংলারগাঁও গ্রামে ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন করেন মনজুর আল মতিন।

 তিনি নাগরিক কমিটির প্রতিনিধি দলের হয়ে সেখানে যান।

এসময় তিনি সুনামগঞ্জের দোয়ারাবাজারে ধর্ম অবমাননার অভিযোগ তুলে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার ঘটনার বিচার দাবি করেছেন।

তিনি বলেন,  ‘এখানে কিছু হিন্দুদের বাড়িঘরে হামলা হয়েছে, হামলার চিহ্ন এখনো রয়েছে। এ ঘটনার যারা ঘ‌টি‌য়ে‌ছে তা‌দের বিচার করতে হবে। ক্ষ‌তিগ্রস্তদের ক্ষ‌তিপূরণ দিতে হবে।’

তিনি আরও বলেন, দোয়ারাবাজারে যে ধর্ম অবমাননা ক‌রে‌ছে তাঁ‌কে পু‌লিশ ধ‌রে‌ছে। এখন এই সূত্র ধ‌রে যারা একজ‌নের দোষের কারণে অন্য হিন্দু বা‌ড়ি‌তে হামলা ক‌রে‌ছে, এ হামলাকারী‌দের বিচার কর‌তে হবে।

জাতীয় নাগ‌রিক ক‌মি‌টির সদস্য মানজুর মতিন আরও বলেন, এরা আগেও দীর্ঘদিন সম্প্রতির সাথে বসবাস করছিলেন। কারা এই ঘটনার পেছনে ইন্ধন দিচ্ছে সেটা খুঁজে বের করা জরুরি। এটার পেছনে আরও শক্তি রয়েছে। কারা এই মানুষ গুলোকে উত্তেজিত করছে, একজায়গায় জড়ো করছে, কারা জড়ো করে নিয়ে আসছে, এরা কারা। কারা বাংলাদেশের মধ্যে অশান্তি সৃষ্টি করতে চাচ্ছে, কারা বাংলাদেশের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চাচ্ছে তাদের চিহ্নিত করা প্রয়োজন।

উল্লেখ্য, গত মঙ্গলবার রা‌তে দোয়ারাবাজার উপ‌জেলার মোংলারগাঁও গ্রা‌মে একটি ফেসবুক পোস্টে ধর্মীয় অবমাননার অভিযোগ ওঠে। এ নিয়ে বেশ কিছু ঘরবাড়িতে ভাঙচুর চালানো হয়। এক পর্যায়ে অভিযুক্তকে পু‌লিশ ডি‌জিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার করে।

রিয়াদ

×