ঢাকা, বাংলাদেশ   সোমবার ০২ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রাহায়ণ ১৪৩১

গ্রামপুলিশের নাক ফাটিয়ে দেওয়ায় ৩ বিএনপি নেতার পদ স্থগিত

প্রকাশিত: ০৪:২১, ৩০ নভেম্বর ২০২৪

গ্রামপুলিশের নাক ফাটিয়ে দেওয়ায় ৩ বিএনপি নেতার পদ স্থগিত

ছবি: সংগৃহীত।

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়ন বিএনপির নেতাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তারা আব্দুল গণি আকন্দ (৩০) নামের এক গ্রামপুলিশ সদস্যকে মারপিট করেছেন। এ ঘটনায় ওই ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের দলীয় পদ স্থগিত করা হয়েছে।

শুক্রবার (২৯ নভেম্বর) উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ছামছুল হাসান ছামছুল ও সদস্য সচিব মো. আব্দুস সালাম মিয়া যৌথভাবে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেন, যেখানে তারা জানান যে, সংগঠন বিরোধী কার্যকলাপে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

মারপিটের শিকার গ্রাম পুলিশ সদস্য আব্দুল গণি আকন্দ কামারপাড়া ইউনিয়নের কিশামত বাগচি গ্রামের নীল মিয়ার ছেলে।

যে তিন নেতার দলীয় পদ স্থগিত করা হয়েছে তারা হলেন- কামারপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ মো. শওকত আলী মানিক, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সোনা ও সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম জাহাঙ্গীর।

অভিযোগে জানা গেছে, গত বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে কামারপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ মো. শওকত আলী মানিকের স্ত্রী মোছা. নিলুফা ইয়াসমিন তার জন্মনিবন্ধন করার জন্য ইউনিয়ন পরিষদে যান।

ইউনিয়ন পরিষদের সচিব আব্দুল কাদের মিয়া ও হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর বেলাল হোসেন তাকে পরে আসতে বলেন। এতে তিনি ক্ষিপ্ত হয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। কিছুক্ষণ পর নিলুফা ইয়াসমিন কামারপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সোনা ও ২০-২৫ জন নেতাকর্মী নিয়ে আবারো ইউনিয়ন পরিষদে ফিরে আসেন এবং সচিব ও হিসাব সহকারীকে গালিগালাজ শুরু করেন।

একপর্যায়ে তারা ওই দুই কর্মীর ওপর চড়াও হন। গ্রাম পুলিশ সদস্যরা বাধা দিতে গেলে, তারা আব্দুল গণি আকন্দ নামক গ্রামপুলিশকে বেদম মারপিট করেন। এতে তার নাক ফেটে গুরুতর আহত হয়। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং এলাকাবাসী এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছেন।

নুসরাত

×