ঢাকা, বাংলাদেশ   সোমবার ০২ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রাহায়ণ ১৪৩১

মন্দির ও বাড়িতে হামলার আশংকায় চলছে রাত জেগে পাহারা

নিজস্ব সংবাদদাতা, পটিয়া

প্রকাশিত: ০১:৩৫, ৩০ নভেম্বর ২০২৪

মন্দির ও বাড়িতে হামলার আশংকায় চলছে রাত জেগে পাহারা

পটিয়ার ইস্কন মন্দির।

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার ও পরর্বতীতে সংঘর্ষে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহতের ইস্যু নিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়ি ও মন্দিরে হামলার আশংকায় রাত জেগে পাহারা বসানো হয়েছে।

দুর্বৃত্তরা বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নের বাসুদেব দত্ত মুকুন্দ দত্ত ধাম ইস্কন মন্দিরে হামলা ও ভাংচুরের পর এলাকায় রাত জেগে এ পাহারা বসানো হয়েছে৷   মন্দির ও সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়ি এলাকায় থানা পুলিশের পক্ষ থেকে টহল জোরদার করা হয়েছে। শুক্রবার রাতে থানা পুলিশ, গ্রাম পুলিশ ও স্থানীয় লোকজন মন্দির ও বাড়ি এলাকায় পাহারা বসান।

জানা গেছে, ডিবি পুলিশ চট্টগ্রাম পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার করলে ২৬ নবেম্বর তাঁকে চট্টগ্রাম আদালতে জামিন শুনানি করে। বিচারক শুনানি শেষে চিন্ময় কৃষ্ণের জামিন নামঞ্জুর করেন। এ ইস্যু নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে।  এতে চট্টগ্রাম আদালতের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হয়। এরপর থেকে উত্তেজনা আরো বেড়ে যায় এবং মন্দির ও বাড়িতে সংখ্যালঘুরা হামলার আশংকা করছেন। 

রাত ১: ২০ মিনিটে এ রিপোর্ট লেখা পর্যন্ত উপজেলার ছনহরা ইস্কন মন্দির এলাকায় সংখ্যালঘুদের পাশাপাশি পটিয়া থানার এএসআই মোশাররফ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম ইস্কন মন্দির ও বাড়ি এলাকায় পাহারা বসান। 

পটিয়া থানার ওসি জায়েদ নুর জানিয়েছেন, উপজেলার ছনহরা ইউনিয়নে ইস্কন মন্দিরে বৃহস্পতিবার রাতে হামলা করেছে দুর্বৃত্ত।  এতে মন্দিরের বেশি কিছু ক্ষতি হয়নি। তবে মন্দিরের সিসিটিভি ক্যামরা বন্ধ ছিল। ঘটনার খবর পেয়ে তিনিসহ (ওসি) পুলিশের একটি টিম ছুটে গেছেন। তাছাড়া শুক্রবার উপজেলার ধলঘাট ইউনিয়নে মুসল্লিদের পক্ষ থেকে মিছিল বের করার কথা ছিল। খবর পেয়ে তিনিসহ পুলিশ দ্রুত পৌছার কারনে অস্বাভাবিক কিছু ঘটেনি। চিন্ময় কৃষ্ণ দাসের ইস্যু নিয়ে পটিয়াতে যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট না হয় সেদিতে সজাগ রাখা দরকার।  না হয় তৃতীয় কোন পক্ষ সম্প্রতি নষ্ট করার জন্য ষড়যন্ত্র করতে পারে।  পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত  ছনহরা ইস্কন মন্দিরে পুলিশের টিম কাজ করবে। পুলিশের পাশাপাশি স্থানীয় লোকজনও রাতে পাহারা দিচ্ছে। তাছাড়া উপজেলায় যেসব এলাকায় মন্দির রয়েছে ওইসব মন্দির এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে।

নুসরাত

×