মোহাম্মদ মুজিব
সমসাময়িক নানান বিষয়ে কন্টেন্ট তৈরি করেন মোহাম্মদ মুজিব। গত কয়েক দশক ধরে ডিজিটাল মিডিয়ার জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে ‘কনটেন্ট ক্রিয়েটর বা কনটেন্ট’ শব্দটি বেশ পরিচিত হয়ে উঠেছে। মোহাম্মদ মুজিব কন্টেন্ট ক্রিয়েটরের মধ্যে অন্যতম মুখ। সৃজনশীলতা ও হাস্যরসের মনোভাবের অনন্য এক মিশ্রণে ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমাদৃত তার মাই দ্বীপ বাংলা টিভি।
তার এই পেজে ১১ লাখেরও বেশি ফলোয়ার রয়েছে। টিকটক ও ইউটিউবেও তার সক্রিয় উপস্থিতি লক্ষ্য করা যায়, যেখানে ইউটিউব চ্যানেলটির সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় এক লাখ।
চট্টগ্রামের সন্দ্বীপে ১৯৮৩ সালের ১৪ জানুয়ারি জন্মগ্রহণকারী মোহাম্মদ মুজিব সামাজিক ইস্যু থেকে শুরু করে প্রতিদিনের জীবনধারা বিষয়ক নানা কনটেন্ট তৈরি করেন, যা বিনোদনের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধিতে অবদান রাখছে।
সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর সংখ্যা এখন ৪.২ বিলিয়ন, গড়ে একজন মানুষ প্রতিদিন প্রায় ৭ ঘণ্টা অনলাইনে ব্যয় করে। এই সুযোগটাই সব ধরনের ডিজিটাল ক্রিয়েটরদের ডিজিটাল বিশ্বে যুক্ত হওয়ার সুযোগ তৈরি করেছে। মুজিব তার ব্যতিক্রম নয়। মুজিব কন্টেন্ট বানানো শুরু করেন ২০১৮ সালে। তখন তার ভিডিও ব্যাপকভাবে মানুষের কাছে পৌঁছাতে পারেনি। দীর্ঘদিনের চেষ্টায় এখন ব্যাপকভাবে মানুষের কাছে পৌঁছে গেছেন তিনি।