গাজীপুর জেলা।
গাজীপুরের কালীগঞ্জে কাভার্ডভ্যান চাপায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা শিশুসহ ৫ জন যাত্রী নিহত হয়েছেন। শনিবার (১৪ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের কালীগঞ্জ পৌরসভার দেওপাড়া প্রাণ আরএফএল ফিলিং স্টেশনের সামনে প্রাণ-আরএফএলের কাভার্ডভ্যান অটোরিকশাটিকে চাপা দেয়।
নিহতরা হলেন- রাবেয়া বেগম (৭০), আমান উল্লাহ (৫), মোহাম্মদ আলী (৫৫), অমল কুমার কর্মকার (৩৯) এবং নাজমুল (৩৫)। তাদের মরদেহগুলো থানায় রয়েছে।
রবিবার (১৫ সেপ্টেম্বর) সকালে কালীগঞ্জ থানার ডিউটি অফিসার এস আই মাজেদ মিয়া গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার শহিদুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনায় হাসপাতালে একজনের মরদেহ নিয়ে আসা হয়েছিল।’
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার মোস্তাফিজুর রহমান বলেন, ‘খবর পেয়ে রাত ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে এক নারীসহ চার জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া স্থানীয়রা হাসপাতালে নেওয়ার পর এক শিশুর মৃত্যু হয়েছে।’
এম হাসান